দেশনিউজ

‘অনির্দিষ্টকালের জন্য সরকারী সড়ক অবরোধ করতে পারবেন না’, শাহীনবাগের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে জানাল শীর্ষ আদালত

Advertisement

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লির শাহীনবাগে বিক্ষোভ সরিয়ে দেওয়ার অনুরোধ শুনে, সুপ্রিমকোর্ট আজ, সোমবার দিল্লি সরকার ও দিল্লি পুলিশকে নোটিশ জারি করেছে। সেখানে তারা উল্লেখ করেছে যে, সরকারি রাস্তায় এভাবে অনির্দিষ্ট সময়ের জন্য প্রতিবাদ বিক্ষোভ করা যায় না। তবে সরকারের কাছে নোটিশ পাঠালেও আদালত সরাসরি বিক্ষোভ তুলে দেওয়ার নির্দেশ দেয়নি। আগামী ১৭ ফেব্রুয়ারি আবারও এই মামলাটির শুনানি হবে। সেদিনই হয়তো পরবর্তী পদক্ষেপ নিয়ে কোন নির্দেশ দিতে পারে আদালত।

নাগরিকত্ব (সংশোধন) আইন সিএএ, জাতীয় নাগরিক নিবন্ধক (এনআরসি) এবং জাতীয় জনসংখ্যা রেজিস্ট্রার (এনপিআর) এর বিরুদ্ধে প্রায় দুই মাস ধরে বিক্ষোভকারীরা, মূলত মহিলা এবং শিশুরা দক্ষিণ দিল্লির শাহীনবাগে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন।

আরও পড়ুন : শিয়ালদহ শাখায় লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল, নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা

দীর্ঘদিন ধরে চলে আসা এই অবস্থান বিক্ষোভের ফলে বহু মানুষের অসুবিধার কথা উল্লেখ করে সুপ্রিমকোর্ট এদিন বলেন, ‘বিক্ষোভ দীর্ঘদিন ধরে চলছে। কোন সাধারণ অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ চলতে থাকতে পারে না। এটি কোন নির্দিষ্ট জায়গায় হতে পারে।’ ট্র্যাফিক সমস্যা এবং মানুষের অসুবিধার কারণে দীর্ঘদিন ধরে চলে আসা এই বিক্ষোভ অন্যত্র সরিয়ে ফেলার জন্য অনুরোধ করে এক আবেদনের ভিত্তিতে সুপ্রিমকোর্ট এ কথা জানিয়েছে বলে সূত্রের খবর।

Related Articles

Back to top button