নিউজরাজ্য

একুশের ভোটের আগে রাজ্যে কার্যকর হচ্ছে না সিএএ, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের

Advertisement
Advertisement

নয়াদিল্লি: চলতি বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। আর তাই একুশের ভোটের আগে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করা হবে না, এমনটাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। মোদি সরকার এ প্রসঙ্গে জানিয়েছে যে সিএএ কার্যকর করার সময়সীমা বাড়ানো হয়েছে। লোকসভা ও রাজ্যসভার কমিটি ৯ এপ্রিল থেকে সময়সীমা বাড়িয়ে ৯ জুলাই পর্যন্ত করেছে। এক কথায় রাজ্যে নির্বাচনের আগে সিএএ কার্যকর হচ্ছে না, এমনটা নিশ্চিত।

Advertisement
Advertisement

গতকাল, মঙ্গলবার এ প্রসঙ্গে লোকসভায় লিখিত জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইন ২০১৯-এর বিধি তৈরি করা হচ্ছে। লোকসভা ও রাজ্যসভার আইন বিষয়ক কমিটি সিএএ সংক্রান্ত বিধি তৈরীর জন্য ৯ এপ্রিল থেকে সময়সীমা বাড়িয়ে ৯ জুলাই পর্যন্ত করার সম্মতি জানিয়েছে।’ এর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দেশ জুড়ে এনআরসি চালু হবে কিনা, আর হলেই বা কবে থেকে হবে, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Advertisement

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মতুয়ারা সিএএ কার্যকর করার পক্ষে দাবি জানিয়েছে। এমনকি সিএএ এখনও পর্যন্ত কার্যকর হয়নি বলে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বিক্ষোভ প্রদর্শনও করেছেন। আর এসবের পরেও বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে সিএএ কার্যকর হচ্ছে না বলে এর প্রভাব কিছুটা হলেও ভোটের ফলাফলে পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button