কলকাতানিউজরাজ্য

বাসে উঠলেই দিতে হবে ১০ টাকা, প্রতি চার কিমিতে ভাড়া কত বাড়বে?

বাস মালিকদের অভিযোগ দীর্ঘ তিন বছর আগে শেষ ভাড়া বেড়েছিল বাসের। এতদিনে জ্বালানি থেকে শুরু করে সব কিছুর দাম বৃদ্ধি হয়েছে কিন্তু বাসের ভাড়া একই রয়েছে।

Advertisement
Advertisement

সেই গত ২০১৮ সালে ভাড়াবাড়ানো নিয়ে আন্দোলনের পরে মাত্র এক টাকা ভাড়া বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। তারপর থেকে আজ পর্যন্ত এখনো এক টাকাও দাম বাড়েনি বাসের ভাড়া। অন্যদিকে জ্বালানি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। কিন্তু সেখানে বাসের ভাড়া কেন বাড়বে না সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বাস মালিক সংগঠন। তাদের দাবি যদি বাসের ভাড়া না বাড়ানো হয় তাহলে তারা আর বাস চালাতে পারবেন না। পাশাপাশি, এই বাসগুলিকে একটি আর্থিক প্যাকেজ ঘোষণার দাবি জানিয়েছেন তারা। কারণ তাঁদের বক্তব্য, যদি বাসগুলোকে সচল করে আবারো রাস্তায় নামাতে হয় তাহলে প্রচুর খরচ পড়বে।

Advertisement
Advertisement

বিগত কয়েক বছরে জ্বালানির দাম লাগাতার বৃদ্ধি পেয়েছে। তার সঙ্গে করোনা ভাইরাসের কারণে বাস বেশ অনেকদিন হয়ে গেল বন্ধ রয়েছে। তাই চরম লোকসানের সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের। তাই এবারে বাসভাড়া বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে বাস এবং মিনিবাস মালিক সংগঠন। করোনাভাইরাস এর মোকাবিলা করার জন্য গণপরিবহন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে, তাই বাস মালিকদের আয় একেবারেই তলানীতে। তার সঙ্গে আকাশছোঁয়া জ্বালানির দাম। এই পরিস্থিতিতে ভাড়া না বাড়ানো হলে তারা বাস চালাবেন না বলে হুমকি দিয়েছেন বাস মালিক সংগঠন।

Advertisement

তাদের দাবি নিয়ে রবিবার আলোচনায় বসে ছিল বাস মালিক সংগঠনগুলি। সেখানেই নতুন ভাড়া নিযে তারা আলোচনা করেন। তারা জানান ০ থেকে ৪ কিলোমিটার পর্যন্তো ভাড়া থাকবে ১০ টাকা। অর্থাত বাসে উঠলেই আপনাকে ১০ টাকা ভাড়া গুনতে হবে। তারপর থেকে ৮ কিলোমিটার পর্যন্তো ভাড়া ১৫ টাকা। ৮ থেকে ১২ কিমি পর্যন্ত ভাড়া ২০ টাকা এবং ১২ থেকে ১৬ কিমি পর্যন্ত ভাড়া হবে ২৫ টাকা।

Advertisement
Advertisement

মিনিবাসের ক্ষেত্রে ৩ কিলোমিটার পর্যন্ত প্রস্তাবিত ভাড়া ১০ টাকা তিন থেকে ছয় কিলোমিটার পর্যন্ত ১৫ টাকা এবং ৬ থেকে ১০ কিলোমিটার এর জন্য ২০ টাকা। তবে এই প্রস্তাবের সঙ্গে রাজ্য সরকার রাজি হবে কিনা সেই নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এর আগেও বহুবার ভাড়া বাড়ানো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলেছেন বাস মালিক সংগঠনের নেতারা। কিন্তু তাতে কোথাও কোনো ফল হয়নি। এবার কোন লাভ হবে কিনা সেই নিয়ে চিন্তায় আছেন বাস মালিক সংগঠনের প্রধান মুখেরা।

Advertisement

Related Articles

Back to top button