টেক বার্তা

খরচ ৩০০ টাকার কম, 20 Mbps স্পীডে ডেটা দিচ্ছে BSNL

×
Advertisement

রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল চেন্নাই এবং তেলেঙ্গানায় ১৯৯৯ টাকার ভারত ফাইবার ব্রডব্যান্ড পরিকল্পনা চালু করার ঘোষণা করেছে। এতে ১৫০০ জিবি পর্যন্ত ২০০ Mbps স্পীড সরবরাহ করা হবে এবং যখন সেই সীমায় পৌঁছে যাবে তখন স্পীড কমিয়ে ২ Mbps হবে। ৯০ দিনের বৈধতা সম্পন্ন এই প্ল্যানে ২০০ Mbps গতি সম্পন্ন ১.৫ টিবি পর্যন্ত ডেটা দেওয়া হবে যাতে যে কোনো নেটওয়ার্কে ফ্রি ভয়েস কলের সুবিধা থাকবে।

Advertisements
Advertisement

তবে উল্লেখযোগ্য বিষয় হলো বিএসএনএল গ্রাহকদের এই ভারত ফাইবার ব্রডব্যান্ডটি সাবস্ক্রাইব করার জন্য সিকিউরিটি ডিপোজিট হিসেবে এক মাসের চার্জ আগেই দিতে হবে। সীমিত সময়ের জন্য বৈধ এই অফারটি থাকবে ২০২০ সালের এপ্রিল মাস পর্যন্ত।

Advertisements

আরও পড়ুন : BSNL-র দুর্দান্ত প্ল্যান মাত্র ২৭ টাকা, প্রতিদিন ১ জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কল

Advertisements
Advertisement

এই ব্রডব্যান্ডটির মতোনই আরও দুটি ব্রডব্যান্ড প্ল্যান চালু করা হয়েছিল বছরের শুরুতে। সেগুলির মূল্য যথাক্রমে ২৯৯ এবং ৪৯১ টাকা যাতে স্পীড থাকবে ২০ Mbps। তবে এটিও প্রোমোশনাল ভিত্তিতেই চালু হয়েছে। এর মেয়াদ ২০২০ সালের মার্চ পর্যন্ত।

Related Articles

Back to top button