Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৯১ টাকার সস্তা প্ল্যান ঘোষণা করল BSNL, দুশ্চিন্তা ছাড়াই সিম সক্রিয় থাকবে ৯০ দিন

Updated :  Wednesday, October 2, 2024 9:40 AM
BSNL Recharge Plan

ভারতের একমাত্র সরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি তথা বিএসএনএলের ওপর ধীরে ধীরে বিশ্বাস বেড়েই চলেছে ভারতীয় নাগরিকদের। চলতি বছরের শুরুতে ভারতের একাধিক বেসরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি নিজেদের পুরনো রিচার্জ পরিকল্পনার ওপর প্রায় ৩০ শতাংশ মূল্য বৃদ্ধি ঘটিয়েছে। আর এই পরিস্থিতিতে নিজেদের পুরোনো ধারাবাহিকতা বজায় রেখে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতের বাজারে রাজত্ব তৈরি করতে শুরু করেছে সরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি BSNL। আমরা আপনাদের বলে রাখি, বর্তমানে বিএসএনএল তার গ্রাহকদের জন্য ১০০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকা পর্যন্ত পরিকল্পনা অফার করে।

যদি এই মুহূর্তে আপনি আপনার সিম সর্বাধিক দিন সক্রিয় রাখতে চান, তবে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। কারণ, আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য এমন একটি রিচার্জ পরিকল্পনার সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটি আপনার সমস্ত দুশ্চিন্তার সমাপ্ত ঘটিয়ে ৯০ দিনের বৈধতা প্রদান করবে। আর এই দুর্দান্ত রিচার্জ পরিকল্পনাটি আপনাদের জন্য অফার করছে শুধুমাত্র বিএসএনএল। আপনারা জানলে অবাক হবেন, গত মাসে প্রায় ২৭ লাখ ভারতীয় অন্যান্য অপারেটরের সিম পরিবর্তন করে বিএসএনএলের সুবিধা গ্রহণ করেছেন।

আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি ভারতীয় সরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি বিএসএনএল তার গ্রাহকদের জন্য ৯১ টাকার সস্তা রিচার্জ পরিকল্পনা ঘোষণা করেছে। যে পরিকল্পনার মাধ্যমে বিএসএনএলের গ্রাহকরা টানা ৯০ দিনের বৈধতা পাবেন। অর্থাৎ আগামী ৯০ দিন সক্রিয় থাকবে নিজের গুরুত্বপূর্ণ সিম। তবে এই রিচার্জ পরিকল্পনায় কোন রকম আনলিমিটেড ভয়েস কল কিংবা প্রতিদিন ১০০ এসএমএস অথবা আনলিমিটেড ডেটা প্যাকেজ পাবেন না গ্রাহকরা। শুধুমাত্র এই পরিকল্পনা গ্রাহকদের ৯০ দিনের জন্য সিমের সক্রিয়তা প্রদান করে। যা ভারতের বাজারে গ্রাহকদের জন্য সবচেয়ে সস্তার পরিকল্পনা।