টেক বার্তা

মাত্র ৫০ হাজারে বাড়ি নিয়ে আসুন Royal Enfield Classic 350, EMI লাগবে মাত্র ৫০০০ টাকা

Royal Enfield Classic 350 বাইকের এক্স-শোরুম মূল্য ১.৯০ লক্ষ টাকা থেকে ২.২১ লক্ষ টাকা পর্যন্ত

×
Advertisement

ভারতের বাজারে মোটরসাইকেলের কোম্পানি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রয়্যাল এনফিল্ড এর। তাঁদের ক্লাসিক ৩৫০ বাইকটি প্রত্যেকের কাছেই একটু আলাদা ধরনের সম্মান পায়। সম্প্রতি বাজাজ এবং ট্র্যাম্প কোম্পানির সাথে প্রতিযোগিতায় নেমে রয়্যাল এনফিল্ড একাধিক নতুন নতুন বাইক লঞ্চ করছে। নতুন বাইকের পাশাপাশি এই কোম্পানি তাদের জনপ্রিয় মডেলগুলির আপডেটেড ভার্সন ভারতের বাজারে লঞ্চ করছে। গতবছর লঞ্চ হয়েছিল কোম্পানির বুলেট ৩৫০। এবার সেই জনপ্রিয় বাইকের একটি আপডেটেড ভার্সন লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড।

Advertisements
Advertisement

Royal Enfield Classic 350 একটি ৩৪৬cc, এয়ার-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত, যা সর্বোচ্চ ১৯.১ bhp শক্তি এবং ২৮ Nm সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি একটি ৫-স্পীড ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে যুক্ত। এই বাইকের ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা হল ১৩.৫ লিটার এবং এটি প্রায় ৩৭ kmpl মাইলেজ দেয়।

Advertisements

এই বাইক লঞ্চ হওয়ার সময় থেকেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ইয়ংস্টারদের প্রথম চয়েজ এই ক্লাসিক ৩৫০। আসলে বাইকটির পারফরমেন্স ও স্টাইল দুই অনবদ্য। এই বাইকের এক্স-শোরুম মূল্য ১.৯০ লক্ষ টাকা থেকে ২.২১ লক্ষ টাকা পর্যন্ত। তবে আপনাকে যদি বলি এই বাইক মাত্র ৫০ হাজার টাকায় আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন। এই Royal Enfield Classic 350 এর ইএমআই ক্যালকুলেশন সম্বন্ধে জানতে এই প্রতিবেদনে শেষ অংশটি অবশ্যই পড়ুন।

Advertisements
Advertisement

আপনি যদি বাইকের বেস ভেরিয়েন্টের জন্য যান, তাহলে রাস্তায় আপনার খরচ হবে ২.১০ লক্ষ টাকা। এখন আমরা ধরে নিই যে আপনি এই বাইক লোনে কিনছেন। আপনি যদি বাইকটি কেনার সময় ৫০,০০০ টাকা ডাউনপেমেন্ট করেন, তাহলে আপনার ঋণের পরিমাণ হবে ১.৬০ লাখ টাকা। ব্যাংকের ১০% সুদ দিলে এবং ৩ বছরের মধ্যে এই টাকা মেটাতে চাইলে আপনাকে অতিরিক্ত সুদ হিসাবে ২৬,০০০ টাকা দিতে হবে। সেক্ষেত্রে আপনার প্রতি মাসে খরচ হবে মাত্র ৫,১৮৬ টাকা।

Related Articles

Back to top button