টেক বার্তা

বাড়িতে নিয়ে আসুন ছোট্ট সোলার জেনারেটার, ২৫ ঘন্টা পর্যন্ত কাজ করবে সমস্ত বাল্ব, ফ্যান

মাত্র ১৮ হাজার টাকায় এই বিশেষ জেনারেটর আপনি কিনতে পারবেন

×
Advertisement

বর্তমানে সারা ভারতে বিদ্যুতের প্রয়োজন একটা বিশাল হারে বৃদ্ধি পাচ্ছে এবং তার সাথেই দাম বাড়ছে বিদ্যুতের। প্রচলিত শক্তির ব্যবহারের কারণে এই মুহূর্তে বিদ্যুত থাকলেও সেই শক্তির উৎস কমতে শুরু করেছে। সেই কারণেই এখন সবাই চাইছেন বিকল্প পদ্ধতি ব্যবহার করতে। তাই এই মুহূর্তে সোলার জেনারেটর একটি উদ্ভাবনী সমাধান হিসেবে এগিয়ে এসেছে। সম্প্রতি একটি নতুন জেনারেটর ভারতের বাজারে চলে এসেছে যেটি চলে সম্পূর্ণরূপে সোলার এনার্জি দিয়ে। ছোট ছোট ডিভাইস চালানোর জন্য এটি সবথেকে উপযুক্ত।

Advertisements
Advertisement

SR পোর্টেবল সোলার জেনারেটর এর মূল উদ্দেশ্যটি হল পাওয়ার কাট কমাতে সস্তা এবং ব্যাপক সমাধান প্রদান করা। ১৩০ ওয়াটের ক্ষমতা বিশিষ্ট এই পোর্টেবল সোলার জেনারেটরে আপনি পেয়ে যাবেন দুটি এসি কানেক্টর পোর্ট, ১০০ ওয়াট এসি আউটপুট, লিথিয়াম আয়ন ব্যাটারী প্যাক এবং শক্তিশালী এলইডি লাইট। সোলার প্যানেল দিয়ে এই জিনিসটি চার্জ করা যেতে পারে। এর সাহায্যে আপনি ২৫ ঘন্টা এলইডি বাল্ব দু’ঘণ্টা টেবিল ফ্যান এবং তিন ঘন্টা স্মার্ট এলইডি টিভি চালাতে পারবেন। এছাড়াও চার ঘন্টা ল্যাপটপ চালাতে পারবেন আপনি। এই জিনিসটির দাম রাখা হয়েছে মাত্র ১৭৯৯ টাকা এবং এর ওজন মাত্র দু কেজি।

Advertisements

এই জেনারেটর এর আকার একটি ছোট ব্যাটারির মতো যা আপনি আপনার সাথে নিয়ে যেতে পারেন। আপনার কোন সমস্যা হবে না এই জিনিসটি বহন করতে। ব্যাগে খুব সহজে এই জিনিসটি ফিট হয়ে যাবে। অ্যামাজন ওয়েবসাইটে এই মুহূর্তে এই প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এই ছোট ডিভাইস আপনি পোর্টেবল ব্যাটারি হিসেবে ব্যবহার করতে পারেন। সহজেই আপনার কাজের জায়গাতে এই জিনিসটি নিয়ে যেতে পারেন। তাই আর দেরি না করে যদি আপনার বিদ্যুতের বিল বাঁচাতে হয়, তাহলে তড়িঘড়ি কিনে ফেলুন এই বিশেষ সোলার জেনারেটর।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button