Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেওরের সঙ্গে পরকীয়ায় মত্ত অভিনেত্রী নুসরত, সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল নায়িকার ভিডিও

দীর্ঘ দশ  বছর পরে অভিনেতা-সাংসদ ব্রাত্য বসু (Bratya Basu) আবার ফিল্ম পরিচালনা করলেন।  সম্প্রতি মুক্তি পেল ব্রাত‍্য বসু পরিচালিত ফিল্ম ‘ডিকশনারি’র ট্রেলার।   এই ফিল্মে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন নুসরত জাহান…

Avatar

দীর্ঘ দশ  বছর পরে অভিনেতা-সাংসদ ব্রাত্য বসু (Bratya Basu) আবার ফিল্ম পরিচালনা করলেন।  সম্প্রতি মুক্তি পেল ব্রাত‍্য বসু পরিচালিত ফিল্ম ‘ডিকশনারি’র ট্রেলার।   এই ফিল্মে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন নুসরত জাহান (nusrat jahan) ও আবীর চট্টোপাধ্যায় (Abir chatterjee)।  নুসরত ইন্সটাগ্রামে ‘ডিকশনারি’-র ট্রেলার শেয়ার করেছেন। বুদ্ধদেব গুহ(Budhdhadeb Guha)-এর লেখা দুটি ছোটগল্প ‘স্বামী হওয়া’ এবং ‘বাবা হওয়া’ মিলিয়ে তৈরী হয়েছে ‘ডিকশনারি’-র চিত্রনাট্য।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ‘ডিকশনারি’ প্রকৃতপক্ষে বিবাহিত সম্পর্কের ডিকশনারির গল্প।  পুরুলিয়ার বন বিভাগের আধিকারিক অশোক সান‍্যাল ও তাঁর স্ত্রী স্মিতা জনসমক্ষে নিজেদের ‘হ্যাপি কাপল’ হিসাবে পেশ করলেও আদতে তা নয়। বয়সে বড় অশোকের সঙ্গে স্মিতা নিজের মিল খুঁজে পায় না।  এর মধ্যেই পড়াশোনার সূত্রে  কলকাতা থেকে পুরুলিয়ায় আসা সুমনের সঙ্গে তৈরী হয় স্মিতার সম্পর্ক।  সুমন সম্পর্কে স্মিতার দেওর। একসময় স্মিতা ও সুমন দুজনে বুঝতে পারে না তাদের সম্পর্ক শুধুমাত্র মোহ নাকি প্রকৃত ভালোবাসা। একসময় এই সম্পর্কের জেরেই স্মিতাকে ‘ডাইনি’ অপবাদ দেওয়া হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সুমনের ভূমিকায় অভিনয় করছেন অর্ণ মুখোপাধ্যায় (orno Mukherjee)।  এছাড়া এই ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশি অভিনেতা মোশারফ করিম (Mosharaf karim)।  অশোক সান‍্যালের চরিত্রে অভিনয় করছেন আবীর ও স্মিতার চরিত্রে অভিনয় করছেন নুসরত।  ‘ডিকশনারি’-তে নুসরতের লুক এক সাদামাটা গৃহবধূর। আগামী 12 ই ফেব্রুয়ারী মুক্তি পাবে ‘ডিকশনারি’।

About Author