ব্যারাকপুর: আজ, শুক্রবার গান্ধী জয়ন্তী। সেই উপলক্ষে উত্তর 24 পরগনার ব্যারাকপুরে গান্ধী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক দান করার পর সেখান থেকেও রাজ্যকে একহাত নিতে কার্যত ছাড়লেন না রাজ্যপাল জগদীপ ধনকর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজভবনের সঙ্গে দূরত্ব তৈরি করা হচ্ছে। এমনকি রাজ্যের সরকারি কর্মচারীরা রাজ্যের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ করেন তিনি। আর তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু।
তিনি রাজ্যপালকে নৈ-রাজ্যপাল বলে কটাক্ষ করেছেন। জানা গিয়েছে, ঘটনাস্থলে ব্রাত্য বসুর থেকে দশ কিলোমিটার দূরে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সঙ্গে কথা বলছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘মহাত্মা গান্ধী অহিংসা আন্দোলনে বিশ্বাসী ছিলেন। সকলে মিলে তাকে মর্যাদা দিতে হবে। দেশে কোনও নির্বাচনের আগে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ে, তা একেবারেই কাম্য নয়। এ রাজ্যে তো সরকার সংবিধানকে অবহেলা করে। রাজ্যপালকে অপমান করে। আর রাজ্যপালকে অপমান করা মানে রাজভবনকে অপমান করা।
তার এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই ব্রাত্য বসু রাজ্যপালকে কার্যত নৈ-রাজ্যপাল বলে কটাক্ষ করেছেন। যদিও এই সমালোচনার পরিপ্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত রাজ্যপাল দেননি।