খেলাদেশনিউজ

কৃষকদের সমর্থনে খেলরত্ন ফিরিয়ে দেওয়ার হুমকি দিলেন বিজেন্দ্র সিং

Advertisement
Advertisement

নয়াদিল্লি: কেন্দ্রের প্রকাশ করার নয়া কৃষি আইনের বিরোধিতা করে রাস্তায় নেমেছে হাজার হাজার কৃষক। গত বেশ কয়েকদিন ধরে ভারতীয় কৃষক ইউনিয়নের পক্ষ থেকে এই লং মার্চ কার্যত কিছুটা হলেও বেকায়দায় ফেলে দিয়েছে মোদি সরকারকে। কৃষকদের সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তাব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও সেই প্রস্তাব ছিল শর্তসাপেক্ষ। তাই শর্তে না গিয়ে অবশেষে গত মঙ্গলবার বিজ্ঞানভবনে কৃষক ও সরকারের মধ্যে আলোচনা হয়। কিন্তু দীর্ঘক্ষণ পরেও আলোচনা থেকে কোনও সমাধানসূত্র মেলেনি। সরকার অনড় থাকে কৃষি আইন বহাল রাখার ক্ষেত্রে। যা মানতে নারাজ কৃষকরা। তাই আন্দোলনকারী কৃষকদের মধ্যে একইভাবে বিক্ষোভের মানসিকতা বজায় রয়েছে। এমনকি আগামীকাল মঙ্গলবার কৃষক নেতারা ভারত বনধের ডাক দিয়েছে আর সেই বোনকে সমর্থন করেছে প্রায় সমস্ত রাজনৈতিক দল আর এরই মধ্যে আন্দোলনকারী কৃষকদের সমর্থন জানিয়ে নিজেদের পদ্মশ্রী ও অর্জুন পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন বেশ কয়েকজন ক্রীড়াবিদ। আর এবার কৃষকদের পাশে থেকে নিজের খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দেওয়ার হুমকি দিলেন ভারতের তারকা বক্সার বিজেন্দ্র সিং।

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকারের প্রকাশ করা তিনটি নতুন কৃষি আইনের বিরোধিতা করে কৃষকরা যে আন্দোলন করছে, তাকে সমর্থন জানিয়েছেন বিজেন্দ্র। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘কৃষকরা আমাদের অন্নদাতা। সরকার যদি এই নতুন কৃষি আইন প্রত্যাহার করে না নেয়, তাহলে আমি দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন ফিরিয়ে দেব।’ এভাবেই কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের এই তারকা বক্সার।

Advertisement

প্রসঙ্গত, পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারজয়ী কুস্তিগীর কর্তার সিং অর্জুন পুরস্কারজয়ী বাস্কেট বল প্লেয়ার সজ্জন সিং চিমা, অর্জুন পুরস্কার প্রাপক হকি প্লেয়ার রাজবীর কউরের মতো ক্রিড়াবিদরা এই সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি এই প্রসঙ্গে প্রতিবাদী ভাষায় সজ্জন সিং চিমা বলেন, ‘আমরা সকলেই কৃষকের সন্তান। তারা গত কয়েক মাস ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছেন। তাদের জন্য একটাও হিংসার ঘটনা ঘটেনি। কিন্তু তাদের দিল্লি যাওয়া আটকাতে জলকামান কাঁদানে গ্যাসের সেল ব্যবহার করা হযেছে। আমাদের গুরুজন ও ভাইদের পাগড়ি যেখানে খুলে দেওয়া হয়, সেখানেই পুরস্কার নিয়ে আমি কী করব? কী কাজে আসবে এই পুরস্কার? তাই ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা আমাদের কৃষক ভাইদের পাশে আছি।’ এভাবেই এক এক করে দেশের বহু ক্রীড়াবিদ কৃষকদের পাশে থেকে নিজেদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button