বলিউডবিনোদন

সুশান্তের মৃত্যুর তদন্ত সিবিআই এর কাছে দেওয়া হোক, অমিত শাহকে আর্জি রিয়ার

Advertisement
Advertisement

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেটিজেনরা বিভিন্নভাবে মন্তব্য করেন আক্রমণ করছেন। বহু মানুষ এই মৃত্যুর জন্য দায়ী করছেন রিয়া চক্রবর্তীকে। সুশান্ত মৃত্যুর পরে তাকে ৮ ঘন্টা মুম্বাই পুলিশ জেরা করে এবং বিভিন্ন তথ্য সামনে আসে। এই তদন্ত কত দূরে গেল সেই জানতেও রিয়া বারবার পুলিশ স্টেশন ছুটে যাচ্ছেন। কিন্তু একাংশ মানুষ তাকে কটাক্ষ করতে ছাড়ছেন না। সুশান্তের অনুরাগীরা তার মৃত্যুর পর থেকেই তদন্তের ভার কেন্দ্রীয় সিবিআইয়ের হাতে দেওয়ার জন্য বিভিন্নভাবে প্রতিবাদ চালিয়েছিল। এছাড়াও বিজেপি নেতারা এই মৃত্যুর তদন্ত সিবিআইকে নিতে আর্জি জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে।

Advertisement
Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কালকে কেন্দ্রীয় সিবিআই এর কাছে চিঠি পাঠান এবং তদন্তের ভার তাদের দেন। অন্যদিকে রিয়া চক্রবর্তী ইনস্টাগ্রম পোস্ট করেন। তিনি লেখেন, “আমি সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। সুশান্তের আকষ্মিক মৃত্যুর ১ মাস পার হয়ে গিয়েছে। সরকারের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। তবুও ন্যায় বিচারের স্বার্থে আমি আপনার কাছে হাতজোড় করে অনুরোধ করছি, এই মামলায় CBI তদন্ত হোক”। এছাড়াও আরো একবার তিনি টুইট করেন লেখেন, “আমি হাতজোড় করছি, এই মামলায় CBI তদন্তের ব্যবস্থা করা হোক। আমি জানতে চাই কীসের চাপে ও এমন পদক্ষেপ করেছে”।

Advertisement

দুদিন আগেই তিনি তার ইনস্টাগ্রামে সুশান্ত এবং তার একটি ছবি দিয়ে লম্বা ক্যাপশন দেয়। তিনি সেই ক্যাপশন তাদের ভালোবাসা এবং তার দুঃখ প্রকাশ করেন। সেই পোস্টের পর তাকে নেটিজেনরা ফের আক্রমণ করতে থাকেন। তিনি ইনস্টাগ্রামের তেমনই একটি হুমকির স্ক্রিনশট পোস্ট করে এবং লেখেন, “আমাকে এর আগে খুনি, সোনার খননকারী বলে, বেশ্যা বলে আক্রমণ করা হয়, তবে আমি চুপ ছিলাম। এবার আমাকে বলা হচ্ছে, আমি আত্মহত্যা না করলে, ধর্ষণ করে খুন করা হবে। আপনি কী বলছেন বুঝতে পারছেন? আইনের চোখে এগুলি অপরাধ, কেউ কাউকে এভাবে আক্রমণ করতে পারেন না।” এই মন্তব্যের মধ্যে সিবিআইকে এই কেসের ব্যবস্থা করতে বলেন অভিনেত্রী।

Advertisement
Advertisement

প্রসঙ্গত বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী এই সুরে সুর তোলেন ও বলেন, “এই মামলাটি সিবিআই তদন্ত করবেন রিয়া চক্রবর্তী এটি একটি ভাল সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই কথা একটি চিঠির মাধ্যমে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকেও বলা উচিত”।

Advertisement

Related Articles

Back to top button