নিউজপলিটিক্সরাজ্য

বিজেপি সরকার বাংলায় আসছেই, পিছবনি থেকে হুঙ্কার শুভেন্দুর

আমি মাটির গন্ধ পাই, বিজেপি সরকার বাংলায় আসবেন, বক্তব্য শুভেন্দুর (Suvendu Adhikari) 

Advertisement
Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বাংলা এসে বলে গেছেন, “এইবার দুশো পার”, পাল্টা উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন, এইবার ২২১ আসনে জিতবে বাংলার শাসক শিবির। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কুলপির সমাবেশ থেকে বলেছিলেন ২৫০ আসনে জিতবেন তারা। আসনের দাবি, পাল্টা আসনের দাবি যখন চলছে এমন সময় বিজেপির নেতা তথা প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করলেন, এইবার বিজেপি সরকার আসছেই।

Advertisement
Advertisement

এইদিন নন্দীগ্রামের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ছোট বক্তৃতায় বলেন,”এই উত্তর বাংলা থেকে ঘুরে এলাম। আমি মাটর গন্ধ পাই। বাংলায় বিজেপি সরকার আসছেই, এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন।” লবন সত্যাগ্রহ আন্দোলনে অবিভক্ত মেদিনীপুরের এই ঐতিহাসিক জনপদ। ব্রিটিশদের হুমকির বিরুদ্ধে এখানকার জনতা গর্জে উঠে বলেছিল, পিছাবনি। এর মানে পিছিয়ে আসব না। সেই থেকে এই স্থানের নাম ‘পিছাবনি’। সেই কথাও মনে করিয়ে দিয়েছেন জননেতা শুভেন্দু অধিকারী।

Advertisement

শুভেন্দু অধিকারীর রোড শো তে তরূণ সমাজের জমায়েত ছিল দেখার মতো। বিজেপি নেতা এইদিন বিজেপি কর্মীদের আশা দিয়ে বলেন,”যারা চাল চুরি করেছে, ১০০ দিনের টাকা চুরি করেছে, ১৫ ই তাদের গেরুয়া শিবিরে নেওয়া হবে না। ” এদিন তিনি আরো জানান যে বিজেপি বহু দলীয় রাজনীতিতে বিশ্বাস করে। অর্থাৎ তারা চান আরও দল নিজেদের মতো স্বাধীনভাবে রাজনীতি করুক। কিন্তু যারা মনে করেন যে আর কোনও দলকে রাজনীতি করতে দেওয়া হবে না তাদের জন্য নিউটনের তৃতীয় সূত্র রয়েছে বলেও জানিয়েছেন জননেতা। তারা ভুলে গিয়েছেন, প্রতিটি ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button