Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

ব্রেকিং! ১৩০ আসনের সম্ভাব্য প্রার্থী হবে কে, নাম প্রস্তাব বাংলা বিজেপির 

রাজ্য বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, একসঙ্গে ২৯৪ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে না।

Advertisement
Advertisement

ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে না হতেই বাংলায় ১৩০ টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম প্রস্তাব করল বাংলার গেরুয়া শিবির। বাংলার গেরুয়া শিবিরের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ১৩০ টি আসনের জন্য সম্ভাব্য প্রার্থী কে কে হতে পারেন, সেই বিষয়ে একটি প্রস্তুত তালিকা পাঠানো হয়েছে। এমনটাই এইদিন জানা গিয়েছে পদ্ম শিবিরের সূত্র হতে।

Advertisement
Advertisement

বাংলার গেরুয়া শিবিরের সূত্র হতে খবর, কোনও আসনের জন্যই একজন প্রার্থীর নাম পাঠানো হয়নি। সেখান থেকে চূড়ান্ত প্রার্থী হিসেবে কাকে বেঁছে নেওয়া হবে তা ঠিক করবেন গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। প্রসঙ্গত উল্লেখ্য, গেরুয়া শিবিরের প্রার্থী নির্ধারন প্রক্রিয়া চলবে এইভাবেই। বাংলার গেরুয়া শিবিরের শীর্ষ পদাধিকারী এবং বিভিন্ন সাংগঠনিক জোনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছ থেকে সম্ভাব্য প্রার্থীর নাম চাওয়া হয়েছিল। সেইমতো বিভিন্ন আসনের পরিপ্রেক্ষিতে নাম পাঠিয়েছে স্থানীয় নেতৃত্ব। তার ভিত্তিতেই খসড়া তালিকা বানিয়ে দিল্লিতে পাঠানো হয়েছে বলে রাজ্য গেরুয়া শিবিরের সূত্রে খবর। দেখা গিয়েছে, কোনও আসনের জন্যই একজনের পাঠানো হয়নি। প্রায় সব আসনেই সম্ভাব্য দুই বা তার বেশি নাম প্রস্তাব করা হয়েছে। এবার সেই নাম তালিকা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি রাজ্য নেতৃত্ব, দরকারে জেলা বা স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবে। তারপরই কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন ক্রমে চূড়ান্ত প্রার্থী নামে শিলমোহর দেওয়া হবে।

Advertisement

এর সাথে বাংলার গেরুয়া শিবিরের সূত্র হতে আরও জানা গিয়েছে যে, এক সাথে ২৯৮ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এক সাথে। দফাভিত্তিক অর্থাৎ যে ভাবে দফা ধরে ভোট এগিয়ে যাবে, সেই ভাবে প্রার্থীর নাম ঘোষণা করবে রাজ্যের গেরুয়া শিবির।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button