Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রানাঘাটে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সামনেই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

মলয় দে নদীয়া: CAA এর সমর্থনে সাংগাঠনিক আইন কর্মশালায় এসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনেই নিজেদের মধ্যে গণ্ডগোলে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা । এদিন নদীয়ার রানাঘাট নজরুল মঞ্চে রাজ্য…

Avatar

মলয় দে নদীয়া: CAA এর সমর্থনে সাংগাঠনিক আইন কর্মশালায় এসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনেই নিজেদের মধ্যে গণ্ডগোলে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা । এদিন নদীয়ার রানাঘাট নজরুল মঞ্চে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর উপস্থিতিতে যখন পেক্ষাগৃহে আলোচনা হচ্ছে, সেই সময় রানাঘাট দক্ষিণ জেলার 34,35 ও 37 নম্বর জেড পির মন্ডল সভাপতি পরিবর্তনকে কেন্দ্র করে গন্ডগোলে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা।

পরে উপস্থিত নেতৃত্বের হস্তক্ষেপে অবস্থা স্বাভাবিক হয়। মন্ডল সভাপতির পদ খোয়ানো সমর্থকদের অভিযোগ, ভালো রেজাল্ট করা সত্বেও কেন এই পরিবর্তন। এবিষয়ে রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার বলেন, কিছু একটা সমস্যা আছে কথা বলে মেটাতে হবে। পাশাপাশি এদিন প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাদ পরা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন এবার নতুন নয়, এর আগেও হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ওদের কমিটি আছে,রাজনীতি না করে কোথায় সমস্যা হচ্ছে জেনে তার সমাধান করলে বাংলার মুখ রক্ষা হবে।অন্যদিকে CAA ও NRC এর প্রতিবাদে শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় এর পদযাত্রা কে কটাক্ষ করে দিলীপ বাবু বলেন, কলকাতায় রালী লোকে দেখেছে, ওর থেকে বেশী লোক আমাদের জেলার রোড সো তে দেখা যায়,আর উত্তরবঙ্গে তো সবাই ওদের রিজেক্ট করে বিজেপি কে জিতিয়েছে। সেখানে কি হবে সে বোঝাই যাচ্ছে।

About Author