বলিউডবিনোদন

বিকিনি পড়ে শো-এর টিআরপি দ্বিগুণ করলেন নিশান্ত, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

বিগ বস মানেই নাটকের মঞ্চ। গোপন ক্যামেরায় বন্দী হয় একের পর এক কীর্তিকলাপ। আর তা থেকেই টিআরপি ওঠা নামা শুরু করে বিগ বস শোয়ের। সম্প্রতি পবিত্র পুনিয়া আর ইন্ডিয়ান আইডল খ্যাত গায়ক রাহুল বৈদ্যের ঠোঁটে ঠোঁট রেখে লাইম লাইট কেড়ে নিয়েছিলেন। এবারে শোয়ের টিআরপি বাড়ালেন নিশান্ত সিং মালখানি।

Advertisement
Advertisement

Advertisement

লাল টুকটুকে অন্তর্বাস পড়ে তুফানি সিনিয়রদের কাছ থেকে বাতিল ট্যাগ পেয়ে গেলেন নিশান্ত সিং মালখানি। বিগ বস ১৪-র নিয়ম অনুযায়ী, ঘরের ভিতর প্রতিটা খেলাকে মজার বানাতে তুফানি সিনিয়ররা এক সপ্তাহের জন্য যেকোনও জুনিয়ারকে বাতিল ট্যাগ দিতে পারেন৷ আর তারপর তাঁকে দিয়ে যা খুশি করাতে পারেন। নিশান্ত সিং মালখানিকেও তাই দুই রকম হট অন্তর্বাস পড়তে হল।

Advertisement
Advertisement

বিগ বসের ঘরে টিকে থাকার জন্য সবাই তাঁদের শেষটুকু দিয়েই খেলেন। তাই নিজের থেকে বাতিল ট্যাগ হটানোর জন্য টিশার্টের উপরেই বিকিনি পড়ে শোয়ের মজা দ্বিগুণ করে দেয়।

Related Articles

Back to top button