Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পিএম কিষাণ যোজনা নিয়ে বিরাট খবর, এই কাজ না করলে আর পাবেন না টাকা

Updated :  Monday, February 12, 2024 1:13 PM

দেশের কোটি কোটি কৃষককে সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ যোজনা নামে একটি উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প চালাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে ৬ হাজার টাকা ট্রান্সফার করে। এই ৬ হাজার টাকা চার মাসের ব্যবধানে ২ হাজার টাকার কিস্তি বাবদ বছরে তিনবার পাঠানো হয়।

বিগত কয়েক মাসে কেন্দ্রীয় সরকার দ্বারা ১৫ তম কিস্তি ট্রান্ডফার করা হয়েছিল। এর পরে, সমস্ত কৃষকরা অধীর আগ্রহে ষোড়শ কিস্তির জন্য অপেক্ষা করছেন। এখন দেখার বিষয় ১৬তম কিস্তি কতদিন ট্রান্সফার করা হয়।

একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারত সরকার পিএম কিষাণ স্কিম ফান্ড স্কিমের ১৬তম কিস্তি ফেব্রুয়ারি মাসে বা আগামী মার্চ মাসে প্রকাশ করতে পারে। তবে লক্ষণীয় যে, সরকার তার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

পিএম কিষাণ যোজনা নিয়ে বিরাট খবর, এই কাজ না করলে আর পাবেন না টাকা

এখন প্রশ্ন উঠবে কিস্তির টাকা কতদিন ট্রান্সফার করা যাবে। সারা দেশে এমন অনেক কৃষক রয়েছেন যারা ভুল উপায়ে পিএম কিষাণ যোজনার সুবিধা নিচ্ছেন। এমন পরিস্থিতিতে দেশের সরকার পিএম কিষাণ প্রকল্পে E-KYC এবং জমির রেকর্ড যাচাই করা জরুরি করে তুলেছে। আপনি যদি এই দুটি গুরুত্বপূর্ণ কাজ এখনও না করে থাকেন তবে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না।