Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আন্তর্জাতিক ফোন কলকে ঘরোয়া কলে পরিণত করে, প্রতারণা ধৃত দুই

কলকাতা: ভয়েস ওভার ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে কেন্দ্রের কোটি কোটি টাকা জালিয়াতি করার অভিযোগে কলকাতা থেকে দু'জনকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। কয়েক দিন আগে বিধাননগর কমিশনারেটের সাইবার…

Avatar

কলকাতা: ভয়েস ওভার ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে কেন্দ্রের কোটি কোটি টাকা জালিয়াতি করার অভিযোগে কলকাতা থেকে দু’জনকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। কয়েক দিন আগে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় কেন্দ্রীয় টেলিকম দফতরের আধিকারিকরা একটি অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

ভয়েস ওভার ইন্টারনেট প্রযুক্তিকে ব্যবহার করে আন্তর্জাতিক ফোন কলকে ঘরোয়া ফোন কল দেখিয়ে সরকারকে প্রতারণা করার অভিযোগ উঠেছে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ করা হয়েছে যখন আন্তর্জাতিক ফোন কল আসত, তখন সিএলআই বা কলার আইডেন্টিফিকেশন গ্যাজেটে দেশের নম্বর ফুটে উঠছে। পরবর্তী সময়ে ঘটনার তদন্তে নামে কেন্দ্রীয় টেলিকম সংস্থা। তদন্তে তারা জানতে পারে আন্তর্জাতিক ফোন কলকে ভয়েস ওভার ইন্টারনেটের মাধ্যমে ঘরোয়া কলে পরিণত করা হচ্ছিল। বেআইনিভাবে কেউ বা কোনও সংস্থা এই কাজটি করছিল বলে জানা গিয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তদন্তে নেমে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ বেহালা থেকে মোহিত সিংহ এবং করেয়া থেকে মহম্মদ সাদাব নামে দুজনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, আন্তর্জাতিক ফোন কলকে ভয়েস ওভার ইন্টারনেটের মাধ্যমে পরিণত করার একটি সুইচ, মোবাইল ফোন এবং একাধিক ডেবিট কার্ড উদ্ধার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের দফায় দফায় জেরা করা হচ্ছে। এর পেছনে সল্টলেক সেক্টর ফাইভের একটি টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সংযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। কী কারণে এমন কাজ ঘটনা হয়েছে, তা খতিয়ে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

About Author