টলিউডবিনোদন

Bhuban Badyakar: গানের পর এবার অভিনয়ের দুনিয়ায় বীরভূমের ভুবন বাদ্যকর, পেলেন ৪০ হাজার টাকাও

×
Advertisement

ভুবন বাদ্যকর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই গোটা বিশ্বের কাছে পরিচিত হয়েছিলেন তিনি। ‘কাঁচা বাদাম’ গান গেয়েই সকলের মন জয় করে নিয়েছিলেন বীরভূমের এই বাদামকাকু। একটা সময় গ্রামে গ্রামে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করতেন তিনি। আর কাঁচা বাদাম বিক্রি করে যা উপার্জন হত সেই দিয়েই চলত তার সংসার। তবে তার গান তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল। এনে দিয়েছিল অর্থ ও সুনাম। তবে এবার গান ছেড়ে অভিনয় দুনিয়ায় সকলের প্রিয় বাদামকাকু।

Advertisements
Advertisement

বেশ কিছু সময় আগে তার কাছ থেকে গোপাল নামের এক ব্যক্তি ৩ লাখ টাকায় তার গানের সত্ত্ব কিনে নেন। এখন তার গান আর তার নেই। এখন নিজের গান নিজে গেয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়লেও কপিরাইট খেয়ে যান তিনি। সেই নিয়েও এখন দুঃখের শেষ নেই তার। যে গান একদিন তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল, এখন সেই গানের জন্যই ঘরছাড়া বাদামকাকু। তবে আবার নতুনভাবে শুরু করলেন তিনি। গান ছেড়ে এখন অভিনয়ছ ভুবন বাদ্যকর।

Advertisements

খুব সম্প্রতি এক ধারাবাহিকে মেয়ের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ধারাবাহিকে তিনি প্রেম বিরোধী বাবা। পর্দায় তিনি প্রেমের বিরোধী হলেও তার মেয়ে প্রেম করেই বিয়ে করায় বিশ্বাসী এবং পর্দায় সেই চেষ্টাই করবে সে। আর সেই নিয়েই গোটা গল্প এগোবে। এই প্রসঙ্গে মিডিয়ার কাছে ভুবনবাবু জানিয়েছেন, দু’দিন ধরে শুটিং করেছেন তিনি। সেই শুটিংয়ের বিনিময়ে ৪০ হাজার টাকা পারিশ্রমিকও পেয়েছেন। তিনি আরো বলেছেন, মানুষের আশীর্বাদে তিনি সকলের সামনে গান গাওয়ার সুযোগ পেয়েছেন। এবার সুযোগ পেলেন অভিনয়ের। ভবিষ্যতে এমন সুযোগ পেলে তিনি আবারো অভিনয় করবেন বলেই জানিয়েছেন।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button