ভাইরাল & ভিডিওবলিউডবিনোদনভোজপুরি

Bhojpuri Video: সামনে এলো নিরাহুয়া ও সঞ্চিতা ব্যানার্জির হানিমুন ভিডিও, ইন্টানেটে তোলপাড়

এই সিনেমায় আম্রপালি দুবে থাকলেও এই গানে তিনি নেই

×
Advertisement

ভোজপুরি সিনেমার সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরহুয়ার আজ কোন পরিচয় এর প্রয়োজন নেই। ভোজপুরি সিনেমা জগতে একটা আলাদা জায়গা রয়েছে। ভোজপুরি জগতের এই সুপারস্টার সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় এবং তার সোশ্যাল মিডিয়াতে প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে এবং ভক্তরা অধীর আগ্রহে তার সিনেমা এবং গানের জন্য অপেক্ষা করে থাকেন। সোশ্যাল মিডিয়াতে তার পুরনো গানগুলি এখনো খুব পছন্দ করা হয়। সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি করে এই গানগুলি। আপনারা হয়তো সকলেই জানেন তিনি ভোজপুরি সিনেমাকে একাধিক সুপারহিট সিনেমা দিয়েছেন।

Advertisements
Advertisement

সম্প্রতি তার একটি নতুন গান ভাইরাল হয়েছে। এই গানের ভিডিওটিতে তাকে দেখা যাচ্ছে ভোজপুরি এক অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স করতে। তবে এই গানটি আম্রপালি দুবে ও নিরহুয়ার জনপ্রিয় ছবি নিরহুয়া হিন্দুস্তানি ২ থেকে নেওয়া হলেও এই গানে দীনেশ লাল যাদবের সঙ্গে আছেন সঞ্চিতা ব্যানার্জি। এই গানের ভিডিওতে তিনি খোলামেলা পোশাকে অভিনয় করছেন এবং তিনি তার এই কিলার মুভ দিয়ে যেনো আম্রপালি দুবেকেও পিছনে ফেলে দিয়েছেন।

Advertisements

সম্প্রতি সোশাল মিডিয়ায় এই গানের ভিডিওটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তবে এই ভিডিওটি এখনকার ভিডিও না। এটি ক’বছর আগের একটি ভিডিও। তবে এখনও এই ভিডিওটির ক্রেজ আগের মতই রয়ে গিয়েছে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button