Bhojpuri: কাজল রাঘবানীর ভেজা শরীর বৃষ্টিতে দেখেই এই কাজ করলেন খেসারি লাল যাদব, ভাইরাল ভিডিও

বর্তমানে ভোজপুরি অভিনেত্রীদের তালিকা সব থেকে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হচ্ছেন কাজল রাঘবাণী। ভোজপুরি জগতের সব থেকে সুন্দরী এবং প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। সম্প্রতি তার একটি নতুন গানের ভিডিও…

Avatar

বর্তমানে ভোজপুরি অভিনেত্রীদের তালিকা সব থেকে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হচ্ছেন কাজল রাঘবাণী। ভোজপুরি জগতের সব থেকে সুন্দরী এবং প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। সম্প্রতি তার একটি নতুন গানের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে দুর্দান্ত নাচ করতে দেখা গিয়েছে ভোজপুরি অভিনেতা খেসারি লাল যাদবের সঙ্গে। ভোজপুরি সিনেমার এই জুটি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি নাগদেবের দে দে না পাগলিয়া গানের সঙ্গে তারা করেছেন নাচ। ভিডিওটি এখনো পর্যন্ত ৫ লক্ষের বেশি মানুষ দেখে নিয়েছেন।

ইউটিউবে দারুন জনপ্রিয় এই গানটি

২০১৮ সালের ছবিটি মুক্তি পেলেও এখনো কিন্তু এই গানের একটা ক্রেজ রয়ে গিয়েছে ভোজপুরি দর্শকদের মধ্যে। এই গানের কথা লিখেছেন আজাদ সিং এবং সংগীত দিয়েছেন খেসারি লাল যাদব নিজেই। এই গানটি সুর করেছেন মধুর আনন্দ এবং গেয়েছেন প্রিয়াঙ্কা সিং এবং খেসারি লাল যাদব। এই ছবিটি পরিচালনা করেছিলেন দেব পান্ডে। ইচ্ছাধারী নাগ নাগিনীর গল্প অবলম্বনে এই ছবিটি তৈরি করেছিলেন তিনি। বক্স অফিসে এই ছবিটি হয়েছিল সুপারহিট। এই ছবিতে কাজলের চেহারা এবং তার ঠোঁটের লালি পুরো সিনেমায় একটা দারুন মাধুর্য নিয়ে এসেছিল।

এখনো পর্যন্ত ইউটিউবে এই গানের ভিডিওটি ৪ কোটি ২০ হাজার মানুষ দেখে নিয়েছেন। এই গানটির সংগীত অত্যন্ত সুন্দর এবং এই গানে খেসারি লাল যাদব এবং কাজল রাঘবাণীর রসায়ন দুরন্ত। খেসারি এবং কাজল ছাড়াও এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অবধেশ মিশ্র, জয় নীলম, অনুপ অরোরা, সমর্থ্য চতুর্বেদী, এবং দেব সিং।