টেক বার্তা

মাত্র ২১ হাজার টাকায় বাড়িতে নিয়ে আসুন Bajaj Discover, মাইলেজ দেবে ৮০ kmpl

বর্তমানে বাজাজ কোম্পানি অফিশিয়ালি এই বাইক বিক্রি বন্ধ করে দিয়েছে

×
Advertisement

আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের বাইক অবশ্যই লাগবে। তবে প্রত্যেক মধ্যবিত্তের মাথায় একটাই চিন্তা যে মোটামুটি সাধ্যের মধ্যে যে বাইক পাবে তাতে মাইলেজ কেমন হবে বা মেইনটেনেন্স খরচা কেমন। এই কথা বিচার করে বলা যায় ভারতের বুকে বাজেট মূল্যের বাইক কোম্পানির মধ্যে অন্যতম হলো বাজাজ।

Advertisements
Advertisement

বাজাজ কোম্পানি মার্কেটে বিভিন্ন ধরনের বাইক লঞ্চ করেছে ইতিমধ্যেই। এই কোম্পানির পালসার সিরিজ অত্যন্ত জনপ্রিয়। পাশাপাশি মাইলেজের কথা মাথায় রাখলে এই কোম্পানির ডিসকভার সিরিজ টেক্কা দেবে সকলকেই। বাজাজ কোম্পানির ডিসকভার ১২৫ বাইকটি এক সময় ব্যাপক জনপ্রিয় ছিল যুবকদের মধ্যে। বর্তমানে অবশ্য কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বাইক সরিয়ে দিয়েছে। তবে ব্যাপক মাইলেজ পাওয়ার জন্য যদি আপনি bajaj এর discover 125 বাইকটি কিনতে চান তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য।

Advertisements

বাজাজ ডিসকভার ১০০ বাইকে একটি সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, এয়ার কুলড ৯৪.৩৮ সিসি ইঞ্জিন রয়েছে, যা ৭৫০০ rpm-এ ৭.৭ bhp এবং ৫০০০ rpm-এ ৭.৮৫ Nm টর্ক উৎপন্ন করে। এছাড়া এটি এক লিটারে ৮৪ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। এই বাইকটির একটি সেকেন্ড হ্যান্ড অপশন বর্তমানে Cred ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে। এই বাইকটি ১৭,৬৩৬ কিলোমিটার চলেছে। বাইকটির রেজিস্ট্রেশন রয়েছে জয়পুরে। এই বাইক আপনি মাত্র ২১,৫০০ টাকায় বাড়ি নিয়ে আসতে পারেন। আপনি যদি একটি ভালো মাইলেজ দেওয়া বাইক কিনতে চান, তাহলে এই বাইকটি আপনার কাছে বেস্ট অপশন হতে পারে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button