টলিউডবিনোদন

Bhai Phota 2021: ‘দূরে থাকলেও ভালোবাসা একই থেকে যায়’, ভাইফোঁটায় দূর থেকে বোনদের ভালোবাসা জানালেন প্রসেনজিৎ

×
Advertisement

আজ ভাইফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়লো কাঁটা। এইভাবে যমদেবতার থেকে ভাই আর দাদাদের রক্ষা করেন সকল দিদিরা। আর সকল ভাই আর দাদাদের দীর্ঘায়ু কামনার দিন। সকাল থেকে ভাই ফোঁটা দেওয়ার ব্যস্ততা তুঙ্গে, বাদ নেই টলিউডের তারকারাও। মিষ্টির দোকানে খাজা কেনার লম্বা লাইন, বাড়ি বাড়ি রকমারি বাঙালী সুস্বাদু খাবারের আয়োজন৷ তবে এই সব থেকে অনেক দূরে আজ অভিনেতা প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। ভাইফোঁটার দিন নিজের মাকু অর্থাৎ পল্লবী চ্যাটার্জির কাছ থেকে ফোঁটা না নিতে পারবার আফসোস ঘিরে ধরেছে তাঁকে।

Advertisements
Advertisement

Advertisements

আর সেই মন খারাপের কথা এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন সকলের প্রিয় বুম্বাদা। প্রত্যেক বছরই টলিউডের এই সুপারস্টারের বালিগঞ্জের বাড়িতে ঘটা করে উদযাপন করা হয় ভাইফোঁটা। এদিন শুধু প্রসেনজিৎের চট্টোপাধ্যায়ের নিজের বোন পল্লবী চট্টোপাধ্যায় ছাড়াও শর্মিলা সিং ফ্লোরা, মৌমিতা চট্টোপাধ্যায় সহ অনেকেই বুম্বাদার দীর্ঘায়ু কামনা করে ফোঁটা দেন । কিন্তু এই বছর এই উৎসবের দিনে কেউ ফোঁটা দিতে পারেনি। কিন্তু কেন? আসলে বর্তমানে কর্মসূত্রে মুম্বইতে আছেন অভিনেতা। নতুন সিনেমার শ্যুটিংয়ের কাজে ব্যস্ত বুম্বাদা।

Advertisements
Advertisement

তবে কাজের ফাঁকে পুরোনো স্মৃতির পাতা হাতড়ে ফেলে আসা ভাইফোঁটার নানান মুহূর্ত নিজের অনুগামীদের সঙ্গে শেয়ার করে নিলেন তিনি। এদিন অভিনেতা নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে তিনি লিখেছেন,  ‘আজকের দিনে আপনজনদের থেকে কর্মসূত্রে দূরে থাকতে মন খারাপ তো হয়ই। কিন্তু ভাই-বোনের বন্ধন সবসময় স্পেশাল… তাই এই দিনটায় দূরে থাকলেও ভালোবাসা একই থেকে যায়, স্মৃতিগুলোই মনকে খানিক ভালো করে দেয়। যাঁরা প্রত্যেকবছর ভাইফোঁটার দিনটা বিশেষ করে তোলেন, তাঁদের প্রত্যেকের জন্য আমার ভালোবাসা ও শুভেচ্ছা রইলো’। এরপর অনেকেই অভিনেতা আর পল্লবীকে ভালোবাসা জানিয়েছেন।

অন্যদিকে অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই বছর তাঁর দাদা যেমন মুম্বইয়ে তেমনই তিনিও কলকাতার বাইরে আছেন। এই মুহূর্তে তিনি দিল্লিতে রয়েছেন। পূর্বনির্ধারিত কর্মসূত্রে কিছু কমিটমেন্টের জেরেই শহর ছাড়তে হয়েছে তাঁকে। তবে ভাইফোঁটা না দিতে পারলেও নিজের দাদার জন্য ভাইফোঁটার উপহার আগেভাগেই কিনে রেখেছেন। পারফিউম খুব পছন্দ সকলের প্রিয় বুম্বাদার। এবারে সেটাই কিনেছে ছোট বোন। পাশাপাশি দিল্লি থেকে দাদার জন্য পছন্দ করে বেশ কিছু শীতের পোশাক কিনবেন বলে জানিয়েছেন। আগামী ১৫ই নভেম্বর দুজনে কলকাতায় ফিরছেন। তারপর প্ল্যান করে হবে বিলেটেড ভাইফোঁটা স্পেশ্যাল ডিনার। এই ডিনার দিয়ে জমিয়ে আড্ডা দেওয়া হবে।

Related Articles

Back to top button