টলিউডবিনোদন

ফের প্রথম ‘মিঠাই’, চরম হেরফের এই সপ্তাহের টিআরপি তালিকায়! দেখুন একনজরে

Advertisement
Advertisement

করোনার প্রকোপে রাজ্য জুড়ে গত মে মাসের ১৬ থেকে এই মাসের ১৫ই জুন পর্যন্ত জারি রয়েছে করোনা বিধিনেষেধ। লকডাউনে তালাবন্ধ স্টুডিওপাড়া। তবে বাড়ি থেকেই ধারাবাহিকের শ্যুটিং জারি রেখেছেন সকল কলাকুশলীরা। কিন্তু শ্যুট ফ্রম হোমের জেরে সিরিয়ালের গুণগত মান অনেকটাই নষ্ট হয়েছে বলে মনে করছেন সিরিয়ালপ্রেমীরা। আর ওয়ার্ক ফ্রম শ্যুটের প্রভাব ধারাবাহিকের টিআরপি তালিকায় কিছুটা হলেও পড়েছে। এই সময়ে বাংলা ধারাবাহিকের রেটিং মারাত্মক কমে গিয়েছে।

Advertisement
Advertisement

বৃহস্পতিবার প্রকাশ্যে এল এই সপ্তাহের টিআরপি তালিকা।বড়োসড়ো পরিবর্তন দেখা গেল এই সপ্তাহের টিআরপি তালিকায়। এবারেও প্রথম স্থান প্রত্যাশা মতোই ধরে রাখল জনাইয়ের মিঠাই।উচ্ছেবাবু-মিঠাইয়ের সম্পর্কের টানাপোড়েনের জেরে জমে উঠেছে জি বাংলার এই ধারাবাহিক। রাত ৮টা বাজলেই মিঠাই পেলেই মা কাকিমা খুশি। এ সপ্তাহে মিঠাই-এর রেটিং কিছুটা কমে ৯.৩।

Advertisement

প্রথম স্থানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই থাকলেও তারপর থেকেই স্থান বদলে গেল একাধিক ধারাবাহিকের। অনেকটা পিছিয়ে গিয়েছে অপু আর দীপু। ৭.৭ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার অপরাজিতা অপু। তবে এই সপ্তাহে বহুদিন পর এবার প্রথম পাঁচ এ জায়গা করে নিল স্টার জলসার দুটি ধারাবাহিক। ৭.৪ পেয়ে এই প্রথমবার স্টার জলসায় প্রথম এবং টিআরপি তালিকায় তৃতীয় স্থানে মহাপীঠ তারাপীঠ। এউ প্রথম খড়কুটো কে পিছিয়ে দিল এই ধারাবাহিক। ৭.৩ এই চতুর্থ স্থানে স্টার জলসার খড়কুটো। আর অনেকটা পিছিয়ে ৬.৭ পেয়ে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে জি বাংলার কৃষ্ণকলি।

Advertisement
Advertisement

তবে বেশ কিছুটা এগিয়ে এসেছে শ্রীময়ীর দিঠি আর ডিঙ্কা। ৬.৫ পেয়ে ষষ্ঠ স্থানে স্টার জলসার শ্রীময়ী এবং গঙ্গারাম। লকডাউনে অনেকটাই পিছিয়ে গেল জি বাংলার যমুনা ঢাকি। পঞ্চম স্থানে জায়গা করতে পারলোনা যমুনা। ৬.৩ পেয়ে সপ্তম স্থানে জি বাংলার এই ধারাবাহিক। ৫.৫ তে অষ্টম স্থানে রয়েছে স্টার জলসার দেশের মাটি। অষ্টম স্থানে থাকলেও এবারে সবাইকে চমকে দিয়েছে দেশের মাটি। কারব প্রথম ৬ঃ৩০ তে রানী রাসমনি ধারাবাহিককে বিট করলো এই ধারাবাহিক৷ এই ৪ বছরে স্টার জলসা প্রথম করলো।

অনেকটা পিছিয়ে ৫.১ পেয়ে নবম স্থানে চলে গেছে করুণাময়ী রানী রাসমণি। সাথে আছে গ্রামের রানি বীনাপানি আর বরণ। মোহরের পরিবর্তে রাত ৮টার স্লটে বরণ শুরু হয়েছে কিছু সপ্তাহ আগে। আর সেরা ১০ শে জায়গা করে দেওয়া অনেকেই অবাক। আর ৪.৮ পেয়ে সেরা ১০ এ জায়গা করে নিল পূর্ণা অর্থাৎ খেলাঘর।

একনজরে এ সপ্তাহের সেরা দশের তালিকা এক নজরে দেখে নিন-

১. মিঠাই- ৯.৩

২. অপরাজিতা অপু- ৭.৭

৩. মহাপীঠ তারাপীঠ- ৭.৪

৪.খড়কুটো- ৭.৩

৫. কৃষ্ণকলি- ৬.৭

৬.গঙ্গারাম-,শ্রীময়ী- ৬.৫  

৭.যমুনা ঢাকি- ৬.৩

৮. দেশের মাটি- ৫.৫

৯.করুণময়ী রাণী রাসমণি,গ্রামের রানি বীণাপণি, বরণ-৫.১

১০.খেলাঘর- ৪.৮ (দশম)।

  

Advertisement

Related Articles

Back to top button