Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Royal Enfield এর থেকে কম দামে ধামাকাদার বাইক আনছে Bajaj এর এই ক্রুজ বাইক, রাস্তায় বেরলে তাকিয়ে থাকবে

ভারতে বাজেট মূল্যের বাইকের বাজার আজকাল ব্যাপক চাহিদায় রয়েছে। বেশ কয়েকটি কোম্পানি প্রায় কিছুদিন অন্তর অন্তর বাজেট মূল্যের ব্যাপক বাইক সামনে আনছে। তবে এই ভারতের মার্কেটে ক্রুজার বাইকের কথা ভাবলে…

Avatar

ভারতে বাজেট মূল্যের বাইকের বাজার আজকাল ব্যাপক চাহিদায় রয়েছে। বেশ কয়েকটি কোম্পানি প্রায় কিছুদিন অন্তর অন্তর বাজেট মূল্যের ব্যাপক বাইক সামনে আনছে। তবে এই ভারতের মার্কেটে ক্রুজার বাইকের কথা ভাবলে এতদিন অব্দি একাধিপত্য বিস্তার করে রেখেছিল রয়েল এনফিল্ড কোম্পানি। তবে বর্তমানে যেই খবর সামনে আসছে তাতে মনে হচ্ছে এবার এই টার্গেটেড মার্কেটে রয়েল এনফিল্ড এর নতুন কম্পিটিশন হবে বাজাজ কোম্পানি। গত তিন বছর ধরে, বাজাজ অটো তার অ্যাভেঞ্জার সিরিজের অধীনে দুটি ক্রুজার মোটরসাইকেল বিক্রি করছে – বাজাজ অ্যাভেঞ্জার ২২০ ক্রুজার এবং অ্যাভেঞ্জার ১৬০ স্ট্রিট৷ এবার সেই সংখ্যা বেড়ে তিন হতে চলেছে। Bajaj Avenger 220 Street প্রায় তিন বছর পর একটি নতুন অবতারে ফিরে আসতে চলেছে।

আসলে কম বিক্রির কারণে এর আগে Bajaj Avenger 220 Street বাইকটিকে ডিসকন্টিনিউ করতে বাধ্য হয়েছিল কোম্পানি। তবে এবার এই বাইক লঞ্চ হচ্ছে সম্পূর্ণ নতুন অবতারে। এই বাইকে ২২০ সিসি সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুলড ইঞ্জিন প্রদান করা হবে যা ১৯ bhp শক্তি এবং ১৭.৫৫ Nm টর্ক জেনারেট করতে পারবে নতুন BS6 ফেজ ২ নির্গমন নিয়ম অনুসারে। এছাড়া এই বাইকে থাকবে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই যে এই বাইকের ইঞ্জিন E20 ফুয়েলে চলতে পারবে। অর্থাৎ বাইকটি ৮০ শতাংশ পেট্রোল এবং ২০ শতাংশ ইথানলের মিশ্রণে চলতে পারবে। এছাড়া এই বাইকে রয়েছে ভিন্ন ডিজাইনের হেডলাইট কাউল, অ্যালয় হুইলস, হ্যান্ডেলবার, গ্র্যাব রেল এবং অ্যাম্বার ব্যাকলিট ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। এছাড়া ব্রেকিংয়ের জন্য বাইকে থাকবে সিঙ্গেল চ্যানেল ABS, ২৮০ মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক। এই বাইকের ট্যাংক হবে ১৩ লিটারের। জানা যাচ্ছে বাজাজ কোম্পানি এই বাইকটি ভারতের বাজারে ১.৪২ লাখ টাকার এক্স শোরুম মূল্যে লঞ্চ করবে।

About Author