খেলানিউজফুটবল

কৃষ্ণার গোলে ওড়িশাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক এটিকে-মোহনবাগানের

Advertisement
Advertisement

দুরন্ত ছন্দে আইএসএল অভিযান শুরু করেছে এটিকে-মোহনবাগান। এই প্রথম আইএসএল খেলছে মোহনবাগান। তাও আবার এটিকের সঙ্গে জুটি বেঁধে। আর প্রথম থেকেই যেন সুপার ডুপার হিট আইএসএলের এই জুটি। অভিষেক ম্যাচে কেরালা ব্লাস্টার্স, তারপর আইএসএলের প্রথম ডার্বিতে এসসি ইস্টবেঙ্গল আর গতকাল, বৃহস্পতিবার ওড়িশা এফসিকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছে এটিকে-মোহনবাগান। স্বভাবতই খুশি দলের কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। তবে এইদিনেও জয় আসে সেই রয় কৃষ্ণার পা ধরে। মানে নির্ধারিত ৯০ মিনিটে দুই দলের কেউই গোল করতে পারেননি। অবশেষে ইনজুরি টাইমে এটিকে-মোহনবাগানের অধিনায়কের গোলে জয়ের হ্যাটট্রিক করে হাবাসের ছেলেরা।

Advertisement
Advertisement

Advertisement

প্রথমার্ধের শুরু থেকেই আক্রমনাত্মক খেলা খেলতে থাকে এটিকে-মোহনবাগান। রক্ষণভাগ দিয়ে একের পর এক আক্রমণ আসতে থাকে ওড়িশার কাছে। যদিও বেশ কয়েকটা গোলের সুযোগ নষ্ট করেছে মনবীর সিংরা। উল্টোদিক থেকে ওড়িশা কোচ স্টুয়ার্ড ব্যাক্সটারের তুরুপের তাস দুই ব্রাজিলিয়ান স্ট্রাইকার মরিসিও এবং মার্সেলিনহো তেমন কিছু করতে পারেননি। প্রথম ম্যাচে হায়দরাবাদের কাছে হেরে দ্বিতীয় ম্যাচ জামশেদপুরের সঙ্গে ড্র করে তৃতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া ছিল ওড়িশা। কিন্তু খেলার মধ্যে সেই উত্তেজনা তেমনভাবে চোখে পড়েনি এদিন অবশেষে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য থেকে।

Advertisement
Advertisement

দ্বিতীয়ার্ধে একটু উন্নত মানের খেলা খেলে ওড়িশা এফসি। কিন্তু তাতেও আখেরে কোনও লাভ হয় না। কারণ, ৯০ মিনিট শেষ হতে চললেও গোল করতে সক্ষম হয়নি স্টুয়ার্ড ব্যাক্সটারের ছেলেরা। যদিও গোল করতে ব্যর্থ হয়েছিল এটিকে-মোহনবাগানও। যখন দুই দলের সমর্থকরা টিভির পর্দায় চোখ রেখে ধরেই নিয়েছিল যে, ম্যাচ ড্র হবে, ঠিক তখন শেষ মুহূর্তে চার মিনিট ইনজুরি টাইমে দুর্ধর্ষ গোল করে দলকে জয়ের হ্যাটট্রিক করতে সাহায্য করেন রয় কৃষ্ণা। তার গোলেই ১-০ ব্যবধানে এদিনের ম্যাচ শেষ হয়। তিন ম্যাচ খেলে এটিকে-মোহনবাগানের পয়েন্ট ৯। অন্যদিকে তিন ম্যাচ খেলে ওড়িশা এফসির পয়েন্ট মাত্র ১। সকলের থেকে এর ফলে অনেকটাই এগিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে এটিকে-মোহনবাগান।

Advertisement

Related Articles

Back to top button