খেলানিউজফুটবল

আইএসএলের প্রথম ডার্বিতে ২-০ গোলে দুরন্ত জয় এটিকে-মোহনবাগানের

Advertisement
Advertisement

গোয়া: শেষ মুহূর্তে ফিনিক্সের মতো কামব্যাক করেছে ইস্টবেঙ্গল। নিভে যাওয়া মশাল শেষ মুহূর্তে দাউদাউ করে জ্বলে উঠেছে। খুলে গিয়েছে আইএসএলের দরজা। আইএসএলে পা রেখেছে ইস্টবেঙ্গল। আজ অভিষেক ঘটেছে এসসি ইস্টবেঙ্গলের। আর অভিষেক ম্যাচেই প্রথম ডার্বি খেলতে নেমে পড়ে ইস্টবেঙ্গল এবং এটিকে-মোহনবাগান। আর আইএসএলের প্রথম ডার্বিতে দুরন্ত জয় এটিকে-মোহনবাগানের।

Advertisement
Advertisement

প্রথমার্ধের শুরু থেকেই এটিকে-মোহনবাগানকে বেশ চাপে রেখেছিল এসসি ইস্টবেঙ্গলের ফুটবলাররা। যদিও পাল্টা চাপ দেওয়ার চেষ্টা করেছে রয় কৃষ্ণা সহ এটিকে-মোহনবাগানের অন্যান্য ফুটবলাররাও। দুই পক্ষই প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট করেছে। ফলে নির্ধারিত ৪৫ মিনিট শেষে স্কোরলাইন ০-০ থাকে।

Advertisement

Advertisement
Advertisement

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই এটিকে-মোহনবাগানের অধিনায়ক রয় কৃষ্ণা যে দুরন্ত গোল করলেন, তাতে এটা প্রমাণিত যে এবারের আইএসএলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্রত নিয়েছেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৮ মিনিটের মাথায় কৃষ্ণার দুরন্ত গোলে এগিয়ে যায় এটিকে-মোহনবাগান। রবি ফাউলারের ইস্টবেঙ্গল চোরাগোপ্তা চেষ্টা চালালেও তাতে কোনও লাভ হয়নি। যদিও প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধের লড়াইটা ছিল কার্যত সেয়ানে সেয়ানে। কিন্তু তাও ৮৫ মিনিটের মাথায় এটিকে-মোহনবাগানের হয়ে মনবীর সিংয়ের দ্বিতীয় গোল স্কোরলাইনে যেমন ব্যবধান বাড়ায়, তেমন দর্শকশূন্য গোয়ার স্টেডিয়ামে কার্যত কোণঠাসা করে দিয়েছিল এসসি ইস্টবেঙ্গলের ফুটবলারদের। তাই সবশেষে কৃষ্ণা এবং মনবীরের দ্বৈরথে ফাউলারের ছেলেরা হার স্বীকার করতে বাধ্য হয়েছে। উল্টোদিকে হাবাসের মুখে জয়ের চওড়া হাসি। সুতরাং, সব মিলিয়ে অভিষেক ম্যাচে যেমন ইস্টবেঙ্গল শূন্যহাতে মাঠ ছাড়ল, ঠিক তেমন দুটি ম্যাচ পরপর জিতে ৬ পয়েন্ট নিয়ে এটিকে-মোহনবাগান আজ বিশাল খুশি।

Advertisement

Related Articles

Back to top button