আন্তর্জাতিকনিউজ

সাবধান! পৃথিবীর দিকে এগিয়ে আসছে জ্বলন্ত গ্রহাণু, আগাম বার্তা দিল নাসা

Advertisement
Advertisement

2020 RK2 নামের একটি অ্যাস্টোরয়েড অত্যন্ত দ্রুতগতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে নাসা৷ মার্কিন স্পেস রিসার্চ সেন্টার নাসা জানিয়েছে এই অ্যাস্টোরয়েড অক্টোবরেই পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে৷ ৭ ফুট এর আয়তন হওয়ায় সংঘর্ষ হলেও খুব বড় ক্ষয়ক্ষতি হতে পারবে না৷

Advertisement
Advertisement

ইস্টার্ন জোনের সময়ের হিসেবে দুপুর ১ টা ১২ মিনিটে এবং ব্রিটেনের সময় অনুযায়ি সন্ধ্যা ৬টা বেজে ১২ মিনিটে পৃথিবীর কান ঘেঁষে যাবে এই গ্রহাণু৷ আকারে বড় ১৭৭ ফুট Asteroid 2005 ED224 ২০২৩ -২০২৪-র মধ্যে পৃথিবীর কাছ দিয়ে যাবে বলে জানা গিয়েছে।

Advertisement

Advertisement
Advertisement

নাসা ইতিমধ্যেই জানিয়েছে এই 2020 RK2 ২৪০৪৬ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসছে৷ এই অ্যাস্টোরয়েডের ব্যাস ৩৬ থেকে ৮১ মিটার, এছাড়াও মনে করা হচ্ছে এটি চওড়ায় ১১৮ থেকে ২৬৫ ফিট হতে পারে৷ কিন্তু নাসার মতে পৃথিবী থেকে এই অ্যাস্টোরয়েডকে দেখা যাবে না৷

 

Advertisement

Related Articles

Back to top button