Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Sealdah Station: বদলে যাবে শিয়ালদহ স্টেশনের নাম? রেল কর্তৃপক্ষ কি বলছে জানুন

ভারতবর্ষের অন্যতম ব্যস্ত রেল স্টেশনগুলোর মধ্যে একটি শিয়ালদহ । প্রতিদিন অসংখ্য মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। দূরপাল্লার যাত্রী থেকে শুরু করে শহরতলি, বিভিন্ন প্রান্তে পৌঁছানোর অন্যতম মাধ্যম এই শিয়ালদহ…

Avatar

ভারতবর্ষের অন্যতম ব্যস্ত রেল স্টেশনগুলোর মধ্যে একটি শিয়ালদহ । প্রতিদিন অসংখ্য মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। দূরপাল্লার যাত্রী থেকে শুরু করে শহরতলি, বিভিন্ন প্রান্তে পৌঁছানোর অন্যতম মাধ্যম এই শিয়ালদহ রেল স্টেশন। সময়ের সঙ্গে সঙ্গে স্টেশন আরও উন্নত হয়েছে, বাড়ানো হচ্ছে যাত্রী সুবিধা। কিছু দিন আগেই বারো বগির লোকাল ট্রেনের জন্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হয়েছে।

স্টেশনের নাম বদল করার দাবি

আমাদের দেশে আধুনিকতার সঙ্গে মিশে থাকে ঐতিহাসিক গুরুত্ব। ইতিহাসকে তুলে ধরার জন্য বিভিন্ন জনপ্রিয় জায়গার নামকরণ করা হয় মনীষীদের নাম অনুযায়ী। শিয়ালদহ রেল স্টেশনের সঙ্গে কোনো মনীষীর নাম এখনও পর্যন্ত যুক্ত নেই। এই বিষয়কে মাথায় রেখে এবার এক নতুন দাবি করা হচ্ছে। আগামী দিনে জনপ্রিয় এই স্টেশনের নাম বদল করার দাবি করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কী নাম দেওয়ার পরামর্শ?

পশ্চিমবঙ্গের এক সংগঠন হিন্দু সংহতি নামে খ্যাত তারা শিয়ালদহ স্টেশনের নাম বদল করার দাবি জানিয়েছেন বলে খবর। কী নাম দেওয়ার পরামর্শ দিয়েছে হিন্দু সংহতি সংগঠন? সংগঠনের দাবি, শিয়ালদহ স্টেশনের নাম বদলে ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় টার্মিনাস’ করা হোক।

কলকাতা পোর্টেরও নাম পরিবর্তন

নাম বদল করার দাবি কিংবা সিদ্ধান্ত নতুন নয়। একাধিক জায়গার নাম বদল করার উদাহরণ এখন রয়েছে দেশ জুড়ে। এর আগে কলকাতা পোর্টেরও নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদের নামে করা হয়েছিল। তাহলে কি শিয়ালদহ স্টেশনের নাম বদল হতে চলেছে?

Sealdah station

আপাতত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। দাবি তোলা হয়েছে এটাই এটাই এখন উঠে এসেছে মিডিয়ায়। আগামী দিনে রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন কি না এখন সেটাই দেখার।

About Author