টলিউডবাংলা সিরিয়ালবিনোদন

১১ বছরে পা দিল ছোট্ট ভুতু, ভাইরাল হল ভুতুর জন্মদিনের ছবি

Advertisement
Advertisement

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ভুতু’ একসময় দর্শকদের মন কেড়ে নিয়েছিল। এই সিরিয়ালের কাহিনী আবর্তিত হয়েছিল একটি বাচ্চা ভূতকে ঘিরে।  এই বাচ্চা ভূতটির ভূমিকায় অভিনয় করেছিলেন শিশুশিল্পী আর্শিয়া মুখার্জি (Arshiya Mukherjee)।সম্প্রতি পালিত হলো আর্শিয়ার এগারো বছরের জন্মদিন। আর্শিয়ার জন্মদিনের বেশ কয়েকটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন আর্শিয়া।  সেখানে দিদির সঙ্গে মজা করতে দেখা যাচ্ছে আর্শিয়াকে।  কালো রঙের চকমকি ড্রেসে আর্শিয়াকে মিষ্টি লাগছিল। আর্শিয়ার জন্মদিনের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisement
Advertisement

‘ভুতু’ সিরিয়ালে বাচ্চা ভূতের কারসাজিতে চোখের সামনে চলে আসত চকলেট, রাবড়ি, মিষ্টি। নিজের দুষ্টুমির মাধ্যমে বহু সমস্যার সমাধান অনায়াসেই করত ভুতু। ভুতুর চরিত্রে আর্শিয়ার অভিনয় খুব প্রশংসিত হয়েছিল দর্শকদের কাছে।  সন্ধ্যা হলেই দর্শকরা মুখিয়ে বসে থাকতেন টিভির পর্দায় ভুতুর ভুতুড়ে দুষ্টুমি দেখার জন্য।

Advertisement

‘ভুতু’ পরে হিন্দি ভাষাতেও তৈরী হয়। হিন্দিতেও ভুতুর চরিত্রে অভিনয় করেছিলেন আর্শিয়া।  সেইসময় আর্শিয়ার পুরো পরিবারকে মুম্বইতে থাকতে হয়েছিল।  কিন্তু হিন্দি সিরিয়ালটি শেষ হওয়ার পর কলকাতায় ফিরে আসার সিদ্ধান্ত নেন আর্শিয়ার মা। কলকাতায় ফিরে আর্শিয়া জনপ্রিয় ফিল্ম ‘ককপিট’ ও সিরিয়াল ‘রাণু পেল লটারি’-তে অভিনয় করেন। কিছুদিন আগে আর্শিয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  ভিডিওতে আর্শিয়া ও তাঁর সহ-অভিনেতা দুজনে বলছেন, খুব তাড়াতাড়ি তাঁরা একসঙ্গে ফিরতে চলেছেন টেলিভিশনের পর্দায়।  তবে গত বছর লকডাউনের সময় জি বাংলায় বহু পুরোনো সিরিয়াল দেখানো হচ্ছিল যার মধ্যে ‘ভুতু’-ও ছিল।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button