সম্প্রতি বলিউড ‘কিং’ শাহরুখ খান (shahrukh khan)-এর পুত্র আরিয়ান খান (Arian khan)-এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে আরিয়ানকে মার্কিন পপ সিঙ্গার চার্লি পুথ(Charlie puth) -এর ‘অ্যাটেনশন’ গাইতে শোনা গেল। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার ফাঁকে গিটার বাজিয়ে গান গাইছিলেন আরিয়ান। সেই সময় এই ভিডিওটি তোলা হয়। আরিয়ানের গান শুনে প্রশংসা করেছেন নেটিজেনরা। নেটিজেনদের মধ্যে অনেকেই বলেছেন, আরিয়ান একদম তাঁর বাবার মতোই আত্মবিশ্বাসী।
ডেভিড লেটারম্যানের ( David Letterman) শো ‘মাই নেক্সট গেস্ট নিডস নো ইন্ট্রোডাকশন’-এ এসে আরিয়ানের বিষয়ে শাহরুখকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আরিয়ান দেখতে আকর্ষণীয় হলেও অভিনেতা হওয়ার মতো এক্স ফ্যাক্টর তাঁর নেই। এমনকি আরিয়ান নিজেও তাই মনে করেন। আরিয়ান লেখক হতে চান। মিউজিক নিয়ে কাজ করতেও তিনি যথেষ্ট আগ্রহী। 2019 সালে জনপ্রিয় ফিল্ম ‘লায়ন কিং’-এর হিন্দি ভার্সনে সিম্বার চরিত্রে ডাবিং করেছিলেন আরিয়ান।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরিয়ান চান না বাবা শাহরুখ খানের সঙ্গে তাঁর তুলনা করা হোক। শাহরুখ বলেছেন, আরিয়ান মনে করেন, তিনি যত ভাল অভিনয় করার চেষ্টাই করুন, শাহরুখের সঙ্গে তাঁর তুলনা অবশ্যম্ভাবী। এই কারণে আরিয়ান ক্যামেরার সামনে কাজ করতে চান না। তবে আরিয়ান খান ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলতেও পছন্দ করেন না। এমনকি সোশ্যাল মিডিয়ায় আরিয়ানের কোনো নিজস্ব অ্যাকাউন্ট নেই। তাঁর সমস্ত ছবি ও ভিডিও শেয়ার করা হয় তাঁর ফ্যান ক্লাব থেকে। কিছুদিন আগে আরিয়ান ও অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)-এর নাতনি এবং শ্বেতা নন্দা( sweta nanda)-এর মেয়ে নভ্যা নভেলী নন্দা ( Navya Naveli Nanda)-এর সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু খান পরিবার ও বচ্চন পরিবার জানিয়েছেন এগুলি সম্পূর্ণ গুজব। এই মুহূর্তে আরিয়ান নিউ ইয়র্কে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছেন।
View this post on Instagram