নিউজরাজ্য

App for Yellow Taxi: অ্যাপ ক্যাবের দৌরাত্ম কমাতে এবারে হলুদ ট্যাক্সির জন্য অ্যাপ নিয়ে আসছে সরকার, কম পয়সায় যেতে পারবেন বেশি দূর

বেসরকারি সংস্থাগুলি যখন প্রথম কলকাতায় পরিষেবা দিতে শুরু করেছিল সেই সময়ে গুচ্ছের অফার দেওয়া হতো, তবে সেসব এখন অতীত

×
Advertisement

একটা সময় মোবাইলে কয়েক ক্লিকে এসি গাড়িতে চড়ার অভিজ্ঞতা ছিল অত্যন্ত মধুর। মাত্র কয়েকটা ক্লিক করলেই আপনার জন্য হাজির হয়ে যেত সুন্দর একটা গাড়ি যা আপনাকে নিয়ে যাবে আপনার গন্তব্যে। সেই গাড়িতে বসে আপনি এসি চালাতে পারেন, গান শুনতে পারেন, সবকিছুই করতে পারেন। কিন্তু এখন সেই অভিজ্ঞতা অনেকটাই তিক্ত। গাড়ি বুক করলেও চালকরা এখন নির্দিষ্ট গন্তব্যে যেতে চান না। অনেক সময় আবার যেতে রাজি হলেও অ্যাপে দেখানো ভাড়া থেকে অতিরিক্ত ভাড়া চেয়ে বসেন। এসি চালাতে চান না। অনেক সময় আবার এসির জন্য বেশি টাকা দিতে হয়। বিগত কয়েক বছরে এই অ্যাপ ক্যাবগুলোর বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে এবারে অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার একটি নতুন নির্দেশিকা জারি করেছে। তবে তাতে বিশেষ পরিস্থিতি বদলাইনি। এই পরিস্থিতিতে এবার বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে চাপে রাখতে সরকার নিজেই ট্যাক্সিক এপ্লিকেশন বাজারে আনতে চাইছে। শোনা যাচ্ছে এই অ্যাপ তৈরির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisements
Advertisement

পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এবং দপ্তরের সচিব সৌমিত্র মোহন এই নিয়ে শনিবার বৈঠক করেছেন তথ্যপ্রযুক্তি দপ্তরের সচিব রাজীব কুমারের সঙ্গে। কিভাবে এই অ্যাপ তৈরি হবে এবং কিভাবে এই অ্যাপ কাজ করবে সেই নিয়ে একটি রূপরেখা পেশ করা হয়েছে এই বৈঠকে। শোনা যাচ্ছে, কলকাতার অতি প্রাচীন ঐতিহ্য হলুদ ট্যাক্সিকে কেন্দ্র করে এই ক্যাব সার্ভিস চালু করতে চাইছে রাজ্য সরকার। এর ফলে যেমন পশ্চিমবঙ্গে তথা কলকাতায় হলুদ ট্যাক্সি বেঁচে থাকবে, তেমনি মানুষ সস্তায় ভালো পরিষেবা পেয়ে যাবেন।

Advertisements

জানা গিয়েছে যে সকল হলুদ ট্যাক্সি চালকরা হাওড়া স্টেশন এবং বিমানবন্দরের প্রিপেইড বুথের সঙ্গে যুক্ত তাদেরকে এই অ্যাপের আওতায় নিয়ে আসার কথা চিন্তা করছে রাজ্য সরকার। নতুন ভাড়ায় কমিশন দিতে হবে না চালককে। যতসামান্য টাকা গ্রহণ করেই এই সার্ভিস চালু করবে রাজ্য সরকার। ফলে অ্যাপ চালাতে যেটুকু টাকা প্রয়োজন হয় ঠিক সেটুকু টাকা গ্রহণ করবে রাজ্য সরকার। এর ফলে চালকের পকেটে বেশি টাকা ঢুকবে এবং বেশি ভাড়া গুনতে হবে না যাত্রীদের।

Advertisements
Advertisement

অন্যদিকে আবারো ক্যাবের সংগঠনগুলি সরকারের কাছে ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে। আবেদন জানানো হয়েছে, বিলাস বহুল ট্যাক্স এর ক্ষেত্রে যেন প্রতি কিলোমিটারে ১৮ টাকা, ৭৫ পয়সা ভাড়াকে বেস প্রাইস ধরা হয়। এদিকে ভাড়ার আশি শতাংশ টাকা যাতে চালকদের পকেটে ঢোকে সেই নিয়ে সরব হয়েছে সংগঠনগুলি। এই আবহে মন্ত্রী তাদের দাবিও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে রাজ্য সরকার যদি এই ক্যাব সার্ভিস নিয়ে আসে, তাহলে রাজ্যের Ola এবং uber-র উপরে যে এর প্রভাব পড়বে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

Related Articles

Back to top button