ভাইরাল & ভিডিওবিনোদন

Viral Video: আজ কি রাত গানে তমন্নাকে কড়া টক্কর দিলেন এই মেয়ে, দর্শকরা বললেন আপনি বলিউডে যাবেন

এই ভিডিওতে অনুকৃতি মোনার নাচ দর্শকদের খুবই পছন্দ হয়েছে

Advertisement
Advertisement

সোশ্যাল মিডিয়া সকলের কাছেই আজকালকার দিনে একটা বড় অস্ত্র হয়ে উঠেছে জনপ্রিয়তা পাওয়ার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি খুব সহজে নিজের ট্যালেন্ট প্রদর্শন করে জনপ্রিয়তা পেতে পারেন এবং নিজের একটা আলাদা ফ্যান বেস তৈরি করতে পারেন। এরা হবে আপনার একেবারে লয়াল ফ্যান যারা আপনার ভিডিও দেখতে খুবই পছন্দ করবেন। সোশ্যাল মিডিয়ার পর্দায় জনপ্রিয়তা পাওয়া সেই কারণে আজকালকার দিনে আর খুব একটা বড় কঠিন বিষয় নয়। ইউটিউব থেকে শুরু করে ইনস্টাগ্রাম, ফেসবুক, সমস্ত মাধ্যমেই আজকাল মানুষ ভিডিও তৈরি করে জনপ্রিয়তা পেতে পারেন। তবে আজকালকার দিনে instagram এর জনপ্রিয়তা কিন্তু অন্যান্য প্লাটফর্মের থেকে বেশি চলছে। বিশেষ করে instagram এর রিল ভিডিও ফিচারটির জন্য আজকাল ইনস্টাগ্রাম তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।

Advertisement
Advertisement

জনপ্রিয় হলেন শিল্পী অনুকৃতি মোনা

আগেকার দিনে টিকটক এরকমই একটি অত্যন্ত জনপ্রিয় প্ল্যাটফর্ম ছিল যেখানে মানুষ ভিডিও আপলোড করে খুব সহজে জনপ্রিয়তা পেতে পারতেন। ভারত সরকারের দ্বারা টিকটক বন্ধ হয়ে যাওয়ার পরে এই জায়গা দখল করেছে instagram রিল। এখন ভারতের বহু এমন মানুষ রয়েছেন যারা ইনস্টাগ্রামে শুধুমাত্র রিল ভিডিও পোস্ট করে দারুন জনপ্রিয়তা পাচ্ছেন এবং তারই সাথে প্রচুর টাকা আয় করার সুযোগ পাচ্ছেন। সেরকমই একজন নতুন সোশ্যাল মিডিয়া প্রভাবীর ব্যাপারে আজ আমরা আলোচনা করতে চলেছি। এই তারকার নাম হল অনুকৃতি মোনা। মাঝেমধ্যেই তার বিভিন্ন নাচের ভিডিও এবং বেশ কিছু বোল্ড ভিডিও তিনি instagram এর রিল হিসাবে আপলোড করে থাকেন।

Advertisement

ভাইরাল হলো তার নতুন নাচের ভিডিও

সম্প্রতি তিনি একটি নতুন ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাকে দেখা যাচ্ছে, একটি হিন্দি গানের সঙ্গে নাচ করছেন। তিনি একটি কালো রঙের ওয়েস্টার্ন ড্রেস পরে দুরন্ত সাজে দারুন নাচ করছেন। তিনি এই ভিডিওতে জনপ্রিয় হিন্দি গান আজ কি রাত গানের সঙ্গে তিনি নাচ করেছেন। এই ভিডিওতে তার নাচ সত্যিই অসাধারণ এবং তিনি এই নাচের মাধ্যমে নিজের ক্ষমতা প্রদর্শন করেছেন সকলের কাছে। ইনস্টাগ্রামে এখন এই ভিডিওটি ভাইরাল। অনেক মানুষ এই ভিডিও দেখেছেন। দর্শকরা বলেছেন, তিনি তার নাচ দিয়ে তমন্নাকেও ফেল করে দিয়েছেন। অনেকে আবার বলছেন, তমন্না নিজের জায়গায় আর আপনি আপনার জায়গায় একেবারে সেরা। একজন দর্শকের আবার মন্তব্য, আপনি শিওর বলিউডে যাবেন। ফলে সব মিলিয়ে এই নাচের ভিডিও যে সবাই বেশ ভালোবেসেছেন সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রায় মিলিয়নের বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন। এখনো এই ভিউ সংখ্যা বেড়েই চলেছে। আপনি যদি এই ভিডিও এখনো না দেখে থাকেন, তাহলে দেখে নিন এক্ষুনি।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button