দেশনিউজ

আরও শক্তি বৃদ্ধির বায়ুসেনার, ফের ভারতে এল তিনটি রাফাল

Advertisement
Advertisement

নয়াদিল্লি: এবার ভারতীয় বায়ুসেনার (Indiam Airforce) শক্তি বাড়িয়ে গতকাল, বুধবার (Wednesday) ফ্রান্স (France) থেকে আরও ৩টি রাফাল (Rafale) এসে পৌঁছল দেশে। গতকাল ফ্রান্সের বায়ুসেনাঘাঁটি থেকে উড়ান শুরু করে রাফাল। প্রায় ৭ হাজার কিলোমিটারের এই সফরে মাঝ আকাশে রাফালগুলিতে জ্বালানি ভরে দেয় সংযুক্ত আরব আমিরশাহীর (Soudi Arab) বায়ুসেনার ট্যাঙ্কার বিমান।

Advertisement
Advertisement

টানা ৮ ঘন্টার উড়ান শেষে ভারতে এসে পৌঁছায় যুদ্ধবিমানগুলি। ২০১৬ সালের সেপ্টেম্বরে ফ্রান্সের দাসাউ অ্যাভিয়েশন থেকে ৫৯ হাজার কোটি টাকা দিয়ে ৩৬টি রাফালে জেট কেনার চুক্তি করে ভারত।

Advertisement

অনেক বিতর্কের পর অবশেষে গত বছর ভারতে আসে রাফাল, আর ঠিক সেই সময় ভারতের সাথে চিনের লাদাখে চলছে উত্তেজনা,  ঠিক সেই সময় ভারতের হাতে এল মোট ১১টি রাফালে যুদ্ধবিমান। প্রথম দফায় এসেছিল ৫টি, দ্বিতীয় দফায় ৩টি ও তৃতীয় দফায় ফের ৩টি রাফালে এসেছে ভারতে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button