Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নিজের হাতে কঠোর পরিশ্রম লউঙ্গী ভুইয়াঁর, বাহবা জানিয়ে ট্র্যাক্টর তুলে দিলেন শিল্পপতি মহিন্দ্রা

তিন কিলোমিটার লম্বা খাল কেটে তিনি গ্রামের চাষের জমি, পুকুরে জলের ব্যবস্থা করেছেন। আর এই অসাধারণ কাজের জন্য তাকে একটি ট্র্যাক্টর উপহার দিলেন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা। এই…

Avatar

তিন কিলোমিটার লম্বা খাল কেটে তিনি গ্রামের চাষের জমি, পুকুরে জলের ব্যবস্থা করেছেন। আর এই অসাধারণ কাজের জন্য তাকে একটি ট্র্যাক্টর উপহার দিলেন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা। এই কাজের পরেই বিহারের গয়া জেলার লউঙ্গী ভুইয়াঁর নাম এখন সবার মুখে মুখে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নিজের জীবনের নানা অজানা কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন লউঙ্গী ভুইয়াঁ। তিনি গ্রামে চাষের জন্য জলের যোগান পেতেন না তখন পাহাড় থেকে বর্ষার জল খাল কেটে সোজা গ্রামে নিয়ে আসার কথা তার মাথায় আসে। এরপরে জঙ্গল পাহাড়ের দিকে গিয়ে যখন গবাদি পশু চড়াতেন তার মাঝেই কোদাল, ঝুড়ি দিয়ে তিনি খাল কাটার কাজ শুরু করেন। এভাবে দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে তিনি একাই অদম্য পরিশ্রম করে গেছেন।

পাহাড় থেকে নেমে আসা বর্ষার জল নদী থেকে খালের মাধ্যমে এখন লউঙ্গীর কোঠিওয়ালা গ্রামে আসছে। তার ফলে বেড়েছে চাষের জোগান। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শনিবার আনন্দ মহিন্দ্রা কোম্পানি লউঙ্গীকে একটি ট্র্যাক্টর পৌঁছে দেয়।

About Author