Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Viral: আম্রপালি ও কাজলের সাথে একসাথে রোম্যান্স করছেন নিরাহুয়া, ভাইরাল হয়েছে ভিডিও

Updated :  Monday, July 15, 2024 8:08 PM

ভোজপুরি সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা অথবা ভিডিও ইউটিউবে আসামাত্রই একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র তার নতুন গান নয়, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরি সিনেমা জগতের এমন একজন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়ে যায়। তার মত তারকা ভোজপুরি সিনেমার জন্য অত্যন্ত লাভকারী কারণ তার জনপ্রিয়তার উপরে ভর করেই ভোজপুরি সিনেমা অন্য মাত্রায় পৌঁছেছে। তিনি ইতিমধ্যেই এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যে সমস্ত ছবি ভোজপুরি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের মত রাজ্যে দীনেশ লাল যাদবের ছবি এসেছে মানেই সুপারহিট।

সম্প্রতি ভোজপুরি সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরহুয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে যেখানে তাকে কখনো আম্রপালীর সাথে আবার কখনও কাজল রাঘবানির সাথে রোমান্টিক হতে দেখা যাচ্ছে। বলতে গেলে এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন, নিরহুয়া তার স্ত্রী আম্রপালি দূবের সামনেই কাজল রাঘবানির সঙ্গে রোম্যান্স করছেন। অথচ, নিরহুয়া তার স্ত্রী আম্রপালিকে বিষয়টি জানতে দিচ্ছে না। ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন, একদিকে নিরহুয়া তার স্ত্রী আম্রপালীর সাথে হানিমুন সেলিব্রেট করছেন, আবার অন্যদিকে নিরহুয়া অন্য ঘরে কাজল রাঘবানীর সাথে রোমান্সে ব্যস্ত।

নিরহুয়ার এই গান ‘ঝুমকা ঝুলনিয়া দিহা’ বর্তমানে আবারও ইউটিউবে ট্রেন্ডিং। গানটিতে অভিনেত্রী কাজল রাঘবানী, আম্রপালি ও নিরহুয়াকে একসঙ্গে রুমে নাচতে দেখা যায়। এই গানটি গেয়েছেন কল্পনা, আর গানের কথা দিয়েছেন প্যারে লাল যাদব। গানটির সুর দিয়েছেন রাজেশ রজনীশ। গানটির ভিডিওটি দেখে মনে হচ্ছে, নিরহুয়া খুবই দোনোমনায় রয়েছেন, কার সাথে হানিমুন সেলিব্রেট করবেন বুঝতে পারছেন না। ভিডিওতে নিরহুয়াকে কার্যত এদিক ওদিক দৌড়াতে দেখা যায়। তবে আম্রপালি ও কাজল রাঘওয়ানির সঙ্গে নিরহুয়ার এই জুটি বেশ পছন্দ করছেন সকলে।

নিরহুয়ার এই গানটি ওয়ার্ল্ডওয়াইড রেকর্ডস ভোজপুরি নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এই গানটি নিরহুয়ার ছবি ‘আশিক আওয়ারা’-এর। এই গানে নিরহুয়াকে রোমান্সের সব সীমা অতিক্রম করতে দেখা যায়। এই ভিডিওতে কাজল রাঘবনি ও আম্রপালি দুজনকেই শাড়ীতে খুবই সুন্দর দেখাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটি।