নিউজপলিটিক্সরাজ্য

মমতা শুধু ভাইপোর কথা ভাবেন, বিস্ফোরক শাহ

অমিত শাহ বললেন, "নরেন্দ্র মোদি (Narendra Modi) গরিবের করলেন ভাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোর কল্যাণ ভাবেন।"

Advertisement
Advertisement

রাজ্যে বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে আর বিজেপি এবং তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। ক্রমাগত বিজেপি নেতারা তৃণমূলের বিরুদ্ধে চাপ বাড়িয়ে চলেছেন। এবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এর উপরে চাপ বাড়াতে শুরু করেছে। কোচবিহারের রাসমেলা ময়দান থেকে বৃহস্পতিবার তৃণমূলের উপর চাপ বাড়ানোর শুরু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের উন্নয়ন প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করলেন।

Advertisement
Advertisement

অমিত শাহ বললেন, “নরেন্দ্র মোদি (Narendra Modi) গরিবের করলেন ভাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোর কল্যাণ ভাবেন।” পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলকে রাজনৈতিক ভাবে নিঃশেষ করার পক্ষে এটা যে যথেষ্ট সেটা বিজেপি তথা বাংলার প্রত্যেকটি মানুষ বুঝে গিয়েছেন। তৃণমূল ছেড়ে ভাইপো হটাও স্লোগান দিয়ে ইতিমধ্যেই বিষয়টি পরিষ্কার করে দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। পাশাপাশি, শুভেন্দু অধিকারী যেভাবে ‘ভাইপো হটাও’ স্লোগান দিয়ে সব সভায় বক্তব্য রাখছেন সেটা অত্যন্ত উল্লেখযোগ্য।

Advertisement

তবে এই মুহূর্তে যে মমতা তার ভাইপো অভিষেককে দলের বাড়তি গুরুত্ব দেন সেটা একেবারে প্রমাণ করে দিয়েছেন শুভেন্দু। আর বৃহস্পতিবার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোর কল্যাণ ভাবেন বলে মন্তব্য করেছেন অমিত শাহ। ফলে, এই মন্তব্য তৃণমূলকে রাজ্যবাসীর কাছে যে আরো লঘু করে দিতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

Advertisement
Advertisement

অমিত শাহ কেন্দ্রীয় প্রকল্পের প্রসঙ্গ উল্লেখ করে দিন বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। মানুষের নামে সরকার একঘরে মমতা ব্যানার্জি শুধুমাত্র ভাইপোর দিকটা দেখে গিয়েছেন। উত্তরবঙ্গের জন্য নরেন্দ্র মোদির অনেক প্রকল্প তৈরি হয়েছে। গত ৫ বছরে ৩ লাখ ৫৯ হাজার কোটি টাকা কেন্দ্র উত্তরবঙ্গের জন্য দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, কটাক্ষ করে তিনি বলেন , আপনাদের গ্রামে কোন টাকা পৌঁছে দেওয়া হয় না এবং তা করেন ভাইপো অভিষেক। দুর্নীতি করে পিসি ভাইপো সব টাকা হজম করে নিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

Advertisement

Related Articles

Back to top button