Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনার কবলে কুপোকাত আমেরিকা, গোটা বিশ্বে মৃত ২ লক্ষ ৩৮ হাজার

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ লক্ষের গন্ডি পার করে ফেলেছে। মৃত্যু হয়েছে প্রায় আড়াই লক্ষ মানুষের। তবু আশার কথা এই যে সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষের বেশি মানুষ। জনস হপকিন্স…

Avatar

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ লক্ষের গন্ডি পার করে ফেলেছে। মৃত্যু হয়েছে প্রায় আড়াই লক্ষ মানুষের। তবু আশার কথা এই যে সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষের বেশি মানুষ। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী বিশ্বে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ ৪৩ হাজার ৮৫৬ জন। মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৩৮ হাজার ৬৪৫ জন। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১০ লক্ষ ৫৩ হাজার ২৭১ জন।

করোনা সবচেয়ে বেশি ভয়ঙ্কর আকার নিয়েছে আমেরিকাতে। বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ সবথেকে বেশি কুপোকাত হয়েছে করোনার কবলে। আমেরিকাতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লক্ষ ৩ হাজার ৪৬১ জন। মৃতের সংখ্যা ও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাতে মৃত্যু হয়েছে মোট ৬৪ হাজার ৯৪৩ জনের। তবে বেশ কিছু সংখ্যক মানুষ সুস্থ হয়ে উঠেছেন। আমেরিকাতে মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৬৪ হাজার ১৫ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নিউইয়র্ক। এখানে ৩ লক্ষের ও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৫ হাজারের কাছাকাছি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে নয়, করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে ইউরোপীয় দেশগুলিতে। স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১৩ হাজার ৪৩৫ জন। মৃত্যু হয়েছে ২৪হাজার ৫৪৩ জনের। স্পেনের পরেই আক্রান্তের নিরিখে রয়েছে ইতালির স্থান। সেখানে আক্রান্তের  সংখ্যা ক্রমেই বাড়ছে। ইতালিতে মোট আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭ হাজার ৪২৮ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ২৩৬ জনের। এরপরেই রয়েছে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি। এই দেশগুলিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষের বেশি। রাশিয়াতেও বাড়ছে করোনা সংক্রমণ। রাশিয়াতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পেরিয়ে গেছে।

About Author