টেক বার্তা

২.৮৯ লক্ষ টাকা মূল্যে কিনে ফেলুন নতুন Alto K10, ২০২২ এর সবথেকে ভালো মাইলেজ বিশিষ্ট গাড়ি

এই গাড়িতে মারুতি সুজুকি ২৫ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ দিচ্ছে

Advertisement
Advertisement

Maruti suzuki এই মুহূর্তে ভারতের সবথেকে বড় গাড়ি নির্মাতা কোম্পানি হয়ে উঠেছে। এই কোম্পানির বিভিন্ন গাড়ির জন্য অনেক মানুষ আছেন যারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এরকমই একটি গাড়ি হল নতুন alto। এই গাড়িটি ভারতের সবথেকে সস্তা হ্যাচব্যাক গাড়ি হবার পাশাপাশি এই গাড়িটি ডিজাইনের দিক থেকেও বোল্ড, এবং বিউটিফুল। এখনো পর্যন্ত এই গাড়ির যে কয়টি ছবি সোশ্যাল মিডিয়াতে সামনে এসেছে, তা থেকে বোঝা যাচ্ছে নতুন এই অল্টো গাড়ির এক্সটেরিয়ার, ইন্টিরিয়ার এবং কালার গ্রেডিং সবকিছুই অত্যন্ত অত্যাধুনিক। জনপ্রিয় অটোমোবাইল ওয়েবসাইট RUSHLANE এই গাড়ির কিছু অত্যাধুনিক ছবি সামনে নিয়ে এসেছে কিছুদিন আগেই।

Advertisement
Advertisement

এই নতুন ছবি দেখে আপনারা বুঝতে পারবেন না, আপনারা অলটো গাড়ি ছবি দেখছেন নাকি সেলেরিও গাড়ির ছবি দেখছেন। এই গাড়িটি ডিজাইনের দিক থেকে অনেকটা সেলেরিও গাড়ির মতো। তবে নতুন অলটো গাড়িতে আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত স্পেস এবং তার সাথে সাথেই ডিজাইনের দিক থেকেও এই গাড়ি আগের থেকে অনেকটা ভালো। ১৮ আগস্ট এই গাড়িটি লঞ্চ করা হবে বলে জানানো হচ্ছে মারুতি সুজুকির তরফ থেকে। তাহলে চলুন, লঞ্চ হবার আগে এই গাড়ির কিছু বিশেষ ফিচারের ব্যাপারে জেনে নেওয়া যাক।

Advertisement

আপনাদের জানিয়ে রাখি এই নতুন অল্টো গাড়ির নাম দেওয়া হয়েছে Alto K10। এই গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন নতুন ডিজাইনের একটি গ্রিল। দেখতে অনেকটা hyundai এর নিওস i10 গাড়ির মতো হতে পারে এই নতুন গাড়িকে। এর সামনের বাম্পারটিকে সম্পূর্ণরূপে কভার করা রয়েছে। এই গাড়ির বনেটের দুদিকেই ডিজাইন তৈরি করা হয়েছে। এই গাড়িটি দেখতে অনেকটা সেলেরিও গাড়ির মতো। এই গাড়িতে আপনারা স্টিল রিম পেয়ে যাচ্ছেন। হুইল্ ক্যাপ এর সাথে এই গাড়িটি আসছে। এই গাড়িতে দেওয়া হচ্ছে ইলেকট্রনিক ওআরভিএম টেকনোলজি। এই গাড়িটির চারদিকেই আলাদা আলাদা সেকশনে ক্রোম প্লেটিং ব্যবহার করা হয়েছে।

Advertisement
Advertisement

ইঞ্জিন নিডেলের ব্যাপারে বলতে গেলে এই নতুন গাড়িতে আপনারা পাচ্ছেন ৯৯৮ সিসি ন্যাচারালি এক্সপিরেটেড পেট্রল ইঞ্জিন, যেটি ৫৫০০ আরপিএম গতিতে ৬৬ বিএইচপি পাওয়ার জেনারেট করতে পারে এবং ৩৫০০ আরপিএম গতিতে ৮৯ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। মারুতি গাড়ির এই ইঞ্জিন সেলেরিও, নতুন এস-প্রেসো এবং ওয়াগনারের মতো বিশিষ্টতা যুক্ত। এই গাড়িতে ফাইভ-স্পিড গিয়ার বক্সের সাথে ফাইভ স্পিড এজিএস ট্রান্সমিশন অপশন রয়েছে। এই গাড়িটির ওজন প্রায় ১,১৫০ কিলোগ্রাম। এই গাড়িতে আপনারা ২৫ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ পাবেন এবং সম্ভবত এই গাড়ির দাম হবে ২.৮৯ লক্ষ টাকার কাছাকাছি। এই গাড়িটি আপনারা ৬টি কালার অপশনে পেয়ে যাবেন। এই রঙের বিকল্পগুলি হল, সলিড হোয়াইট, সিল্কি সিলভার, গ্রানাইট গ্রে, সীজলিং রেড, স্পিডি ব্লু এবং আর্থ গোল্ড।

Advertisement

Related Articles

Back to top button