টলিউডবাংলা সিরিয়ালবিনোদন

শুটিং শেষ, টানা দুই বছর জনপ্রিয়তার শিখরে থেকে বন্ধ হয়ে যাচ্ছে ‘আলো ছায়া’

Advertisement
Advertisement

শেষ হয়ে যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আলোছায়া’। সিরিয়ালে ‘আলো’-র ভূমিকায় অভিনয় করছেন দেবাদৃতা বসু (Debadrita basu)। তিনি জানিয়েছেন, চিত্রনাট্য, সময়, টিআরপি সবদিক বিবেচনা করে ‘আলোছায়া’ শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। একই মত ‘আলোছায়া’-র ক্রিয়েটিভ প্রোডিউসার সুশান্ত দাস(sushanta das)- এরও। 31 শে মার্চ ‘আলোছায়া’-র শুটিং শেষ হয়ে গেছে।

Advertisement
Advertisement

শুটিংয়ের শেষে বিষণ্ণ মনে টিম ‘আলোছায়া’-র সদস্যরা ধরা দিলেন এক ফ্রেমে। অনেককে দেখা গেল, ক্যামেরার আড়ালে চোখ মুছতে। দেবাদৃতা জানালেন, দুই বছর ধরে একসঙ্গে কাজ করতে করতে সবাই একটি পরিবার হয়ে গিয়েছিলেন। সবাই সবার সমস্যায় পাশে দাঁড়াতেন। এমনকি লাঞ্চের সময় নিজের হাতে একে অপরকে খাইয়েও দিতেন তাঁরা। তবে কোথাও একটা ছন্দপতন ঘটতে চলেছে, তা বুঝতে পেরেছিলেন সবাই। তাছাড়া দেবাদৃতারও একটু ব্রেকের খুব দরকার ছিল। তিনি বলেছেন, একটানা গতে বাঁধা চরিত্র করতে করতে একসময় নতুন এক্সপেরিমেন্ট করার দরকার পড়ে। এছাড়াও দেবাদৃতার হাতে একাধিক কাজের অফার এলেও তিনি জি বাংলার সঙ্গে চুক্তিবদ্ধ থাকার কারণে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি।

Advertisement

দুই বোনের কাহিনী নিয়ে তৈরী হয়েছিল ‘আলোছায়া’। শৈশবেই দুর্ঘটনায় মা-বাবাকে হারিয়ে মাসি-মেসোর আশ্রয়ে থাকতে শুরু করে শান্ত ও মেধাবী মেয়ে আলো। কিন্তু তার মাসতুতো বোন ছায়া বিপরীত স্বভাবের। মেসোর চাপে পড়ে ছায়ার সঙ্গে পরিচয় বদলাতে বাধ্য হয় আলো। আলো ও ছায়ার দ্বিমুখী জীবনের গল্প নিয়ে তৈরী হয়েছিল ‘আলোছায়া’-র চিত্রনাট্য।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button