কলকাতানিউজরাজ্য

মার্চ মাসে সাতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নিন কবে কবে?

Advertisement
Advertisement

কলকাতা: মার্চ (March) মাসে এই ৭ দিন বন্ধ থাকবে রাজ্যের সব ব্যাঙ্ক (Bank)। ক্যালেন্ডারে উঁকি দিচ্ছে মার্চ মাস। আর মার্চ মাসে বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা। মার্চে বেশ কয়েকটি ছুটি -ধর্মঘট সব মিলিয়েই বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা। সাধারণ গ্রাহকেরা (Customer) যার ফলে অসুবিধায় পড়তে পারেন৷ মার্চ মাসে ছুটির তালিকাটা বেশ দীর্ঘ।

Advertisement
Advertisement

দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকলেও দোল সহ বেশ  কিছু ছুটি রয়েছে। তাই ছুটির দিনগুলি না জানা থাকলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। ব্যাঙ্ক পরিষেবা মার্চ মাসে ছুটির দিন বাদেও ৭ দিন বন্ধ থাকবে। তার উপর আবার ধর্মঘট  থাকবে ২ দিন।

Advertisement

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায়  ৫ টি ছুটি থাকবে ব্যাঙ্কে। তবে সব উৎসবে কিন্তু ছুটি ঘোষণা করে না ব্যাঙ্ক। বেসরকারিকরণের প্রতিবাদে মার্চ মাসে টানা ২ দিন ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যাঙ্ক কর্মচারী সংগঠন। মার্চ মাসের ১৫ ও ১৬ তারিখ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। সেই কারণেও আরও ২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের পরিষেবা।

Advertisement
Advertisement

মার্চ মাসে সাধারণ ছুটি ছাড়াও রয়েছে একাধিক ছুটি।  বিশেষত ব্যাঙ্কের ছুটির দিনগুলোতে এটিএম-এ টাকা না থাকলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে।  তখন ব্যাঙ্ক ছাড়া আর কোনও উপায় থাকে না। অন্যদিকে এটিএম থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তোলার পর, প্রয়োজন থাকলেও বেশি তোলা যায় না। তাই টাকা লেনদেনের সমস্যায় পড়ার আগে জেনে নিন ২০২১ সালের মার্চ মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।

মার্চ মাসে এই ৭ দিন বন্ধ থাকবে রাজ্যের সব ব্যাঙ্ক। এক নজরে দেখে নেওয়া যাক মার্চ মাসের ব্যাঙ্ক বন্ধের তালিকা:- ৫ মার্চ- চাপচার কুট, ১১ মার্চ- মহাশিবরাত্রি, ২২ মার্চ- বিহার দিবস, ২৯ মার্চ- হোলি-ধুলেটি- ইয়াওসাঙ্গ, ৩০ মার্চ- হোলি।

Advertisement

Related Articles

Back to top button