Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রোমান্টিক ডিনার ডেটে আলিয়া-রণবীর, ক্যামেরার সামনে লজ্জায় লাল অভিনেত্রী

বর্তমানে ইন্ডাস্ট্রির গঙ্গুবাই তিনি। এই মুহূর্তে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত 'গঙ্গুবাই কথিয়াওয়াড়ি' বক্সঅফিসে এক বিপুল সাড়া ফেলেছে। ছবিতে গাঙ্গুবাইয়ের চরিত্রে আলিয়ার অভিনয় রীতিমতো নজর কেড়েছে দর্শকদের। দর্শকমহলের পাশাপাশি তার অভিনয়…

Avatar

বর্তমানে ইন্ডাস্ট্রির গঙ্গুবাই তিনি। এই মুহূর্তে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘গঙ্গুবাই কথিয়াওয়াড়ি’ বক্সঅফিসে এক বিপুল সাড়া ফেলেছে। ছবিতে গাঙ্গুবাইয়ের চরিত্রে আলিয়ার অভিনয় রীতিমতো নজর কেড়েছে দর্শকদের। দর্শকমহলের পাশাপাশি তার অভিনয় প্রশংসিত হয়েছে বলিউডের অন্দরেও। বর্তমানে অভিনেত্রী রীতিমতো লাইমলাইটে বসে রয়েছেন, তা বলাই বাহুল্য। ছবির প্রচারে গত কয়েকমাস ধরে ভীষণরকমভাবে ব্যস্ত ছিলেন তিনি। তবে সম্প্রতি ব্যস্ততার মাঝে রণবীর কাপুরের সাথে রোমান্টিক ডিনার ডেটে যেতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

বলিউডের তারকারা যেখানেই যান না কেন তাদের ধাওয়া করে একাধিক পাপারাজিৎদের ক্যামেরা। না চাইতেও তাদের ব্যক্তিগত জীবনের সমস্ত তথ্য উঠে আসে মিডিয়াতে। সম্প্রতি ইনস্টাগ্রামের একটি পেজের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক রেস্তোরাঁ থেকে একসাথে বের হতে দেখা যাচ্ছে আলিয়া ভাট ও রণবীর কাপুরকে। সাথে ছিল একাধিক দেহরক্ষীরাও। ক্যামেরা দেখেই মিষ্টি করে হেসে দিয়েছেন অভিনেত্রী। তবে রেস্তোরাঁ থেকে বেরিয়ে বেশিক্ষণ দাঁড়াননি এই তারকা জুটি, সোজা উঠে গিয়েছিলেন নিজেদের গাড়িতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীকে সেই চিরপরিচিত সাদা পোশাকেই দেখা গিয়েছে। গঙ্গুবাইয়ের প্রচার চলাকালীন প্রতিটি প্রচার অনুষ্ঠানে সাদা রঙের পোশাক পরতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এর থেকে এটুকু স্পষ্ট যে এই ছবির প্রচারের জন্য সাদা রঙকেই বেছে নিয়েছিলেন তিনি। পাশাপাশি অভিনেতাকে সাদা-কালোয় ছাপা একটি শার্ট ও সাদা জিন্স পড়ে থাকতে দেখা গিয়েছে। আপাতত এই তারকা-জুটির রোমান্টিক ডিনার ডেটের এই এক টুকরো ঝলক রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও দেখে খুশি হয়েছেন তাদের ভক্তরাও।

উল্লেখ্য, অয়ন মুখার্জ্জী পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে প্রমবারের জন্য নিজের প্রেমিক রণবীর কাপুরের সাথে জুটি বাঁধতে চলেছেন আলিয়া ভাট। এই ছবিতে তাদের স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বলিউডের বচ্চন সাহেবের সাথে। এই ছবিতে বচ্চন সাহেব ছাড়াও দেখা মিলবে নাগার্জুন ও মৌনি রায়ের। চলতি বছরের ৯’ই সেপ্টেম্বর এই ছবি মুক্তির কথা রয়েছে। আপাতত সিনেমা ও এই তারকা-জুটির অনুরাগীরা ‘ব্রহ্মাস্ত্র’এর অপেক্ষায়।

About Author