কাপুর পরিবারের উপর মিডিয়াম নজর থাকে সর্বদা। কাপুর পরিবার সংক্রান্ত যেকোনো খবরই নিমেষে নজরকাড়ে সকলের। তবে এই মুহূর্তে একটি ঘটনাকে কেন্দ্র করে চর্চায় রয়েছেন রণবীর কাপুর, নিতু কাপুর ও আলিয়া ভাট। আলিয়া ও রণবীরকে একই চোখে দেখেন নিতু, একথা সকলেরই জানা। তবে সম্প্রতি জানা গিয়েছে, নিতু কাপুরের সাথে এক বাড়িতে থাকতে নারাজ রণবীর পত্নী। আর সেই কারণবসতই আলাদা বাড়ি কিনেছেন নিতু কাপুর।
মিডিয়া সূত্রে খবর মিলেছে, বান্দ্রার কুরলা কমপ্লেক্সে নতুন বিলাসবহুল বাংলো কিনেছেন রণবীরের মা নিতু কাপুর। সেই বাংলোর মূল্য আনুমানিক ১৭ কোটি ৪০ লক্ষ টাকা। কেন হঠাৎ বাড়িবদলের সিদ্ধান্ত নিতু কাপুরের? নতুন বাংলো কেনার খবর প্রকাশ্যে আসার পর থেকেই উঠছে এই প্রশ্ন। তবে কি আলিয়ার সাথে বনিবনা হচ্ছে না অভিনেত্রীর? অবশ্যই বাংলো কেনার খবর শুনে নেটনাগরিকদের একাংশের তেমনটাই ধারণা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে আসল কথা হল, নিতু কাপুর একটু একা নিজের মতো করে সময় কাটানোর জন্যই এই বাংলা কিনেছেন। জানা গেছে বান্দ্রার কুরলা কমপ্লেক্সে অভিনেত্রীর একাধিক ঘনিষ্ঠ বন্ধুরাও থাকেন। আর সেই কারণেই তাদের কাছাকাছি থাকতে ও নিজের মতো সময় কাটাতে এই সিদ্ধান্ত অভিনেত্রীর। তবে আলিয়ার সাথে কোন সমস্যাই নেই নিতু কাপুরের, সেকথা আপাতত স্পষ্ট সকলের কাছেই। তাকে নিজের মেয়ের চোখেই দেখেন অভিনেত্রী। নিতু কাপুরের সাথে একেবারে মা-মেয়ের সম্পর্ক আলিয়ার। সেক্ষেত্রে তার সাথে না থাকতে চাওয়ার কোন কারণই নেই। তবে সম্প্রতি অভিনেত্রীর সাথে আলিয়ার যে মনোমালিন্যের খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একাংশের মাঝে পৌঁছেছে সেটি যে একেবারেই ভুল, তা আর বলার অপেক্ষা রাখছে না।