
রাজ্যপালের ডাকে আবারও রাজভবনে হাজির হতে দেখা গেল মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। রাজভবন সূত্র হতে জানা গিয়েছে যে দুই জনের মাঝে বৃহস্পতিবার ১ ঘণ্টার ও বেশি সময় ধরে কথা হয়েছে। তবে কি নিয়ে কথা হয়েছে সে বিষয়ে নিজের টুইটে কিছুই বলেননি বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তবে সূত্র হতে জানা গিয়েছে যে ভোটের আগে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিবের সাথে নিজের মতামত বিনিময় করেছেন রাজ্যপাল।
এইদিন রাজভবনের তরফ থেকে যে টুইট করা হয়েছে তাতে স্পষ্ট দেখা গিয়েছে যে বিশ্ববাংলার লোগো আঁকা ব্যাগে করে রাজ্যপালের জন্য উপহার নিয়ে গিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। অপর এক ছবিতে উভয়কেই দেখা গিয়েছে হাসি মুখে দাড়িয়ে থাকতে। সাথে লেখা রয়েছে, রাজ্যপালের তলবে এইদিন রাজভবনে আসলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee) । ১ ঘণ্টার ও বেশি কথা হয়েছে ২ জনের মধ্যে।
কিন্তু কি কথা হল মুখ্যসচিব এবং রাজ্যপালের মাঝে? সেই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা উঠেছে তুঙ্গে। সূত্র হতে জানা গিয়েছে যে, ভোটের আগে বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে রাজ্য প্রশাসন কি কি পদক্ষেপ নিচ্ছে, সেই বিষয়ে এইদিন মুখ্যসচিবের জানাতে চেয়েছেন রাজ্যপাল। রাজ্য প্রশাসন রাজ্য জুড়ে অবাধে ভোট করাতে কি কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে রাজ্যপালকে বিস্তারে জানান রাজ্যের মুখ্যসচিব। এই বিষয়ে যাতে কোনও ফাঁক না থাকে সেই বিষয়ে মুখ্যসচিবকে দেখার দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল।
Chief Secretary @MamataOfficial Alapan Bandyopadhyay called on Governor West Bengal Jagdeep Dhankhar at Raj Bhawan today.
Chief Secretary was with the Governor for over an hour. pic.twitter.com/AHqWPPsIkX
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 14, 2021
পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বে আসার পর থেকে রাজ্য রাজ্যপাল সংঘাত চলছেই। তবে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে যাওয়ার পর থেকে রাজ্যপাল টুইটযুদ্ধে বিরতি দিয়েছেন। এদিনের আলোচনাও খোলামেলা পরিবেশে হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।