Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কম খরচে বেশি লাভ, Airtel আনল ৯০ দিনের সাশ্রয়ী রিচার্জ প্ল্যান

টেলিকম দুনিয়ায় চমক দিল Airtel। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সংস্থাটি নিয়ে এল একটি নতুন ৯০ দিনের প্রিপেইড রিচার্জ প্ল্যান, যার দাম রাখা হয়েছে ₹৯২৯। প্রতিদিনের ডেটা ও কল ব্যবহারে…

Avatar

টেলিকম দুনিয়ায় চমক দিল Airtel। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সংস্থাটি নিয়ে এল একটি নতুন ৯০ দিনের প্রিপেইড রিচার্জ প্ল্যান, যার দাম রাখা হয়েছে ₹৯২৯। প্রতিদিনের ডেটা ও কল ব্যবহারে যাঁরা গড়পড়তা ব্যবহারকারী, তাঁদের জন্য এই প্ল্যান হতে পারে একেবারে পারফেক্ট।

এই নতুন প্ল্যানে প্রতিদিন মিলবে ১.৫ জিবি হাই-স্পিড ডেটা। সঙ্গে থাকবে আনলিমিটেড ভয়েস কল—লোকাল, এসটিডি এবং রোমিং—সবই অন্তর্ভুক্ত। এছাড়াও প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএসের সুবিধাও থাকছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এখানেই শেষ নয়। এই রিচার্জের সঙ্গে Airtel দিচ্ছে একাধিক অতিরিক্ত সুবিধাও। থাকছে Apollo 24/7 Circle সদস্যপদ, যা স্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিষেবার ক্ষেত্রে বিশেষ উপকারী। বিনামূল্যে পাওয়া যাবে Wynk Music সাবস্ক্রিপশন, Hellotunes এবং Airtel Xstream-এর কনটেন্ট অ্যাক্সেসও।

এই প্ল্যানটিকে Airtel তাদের “Truly Unlimited” বিভাগের মধ্যে রেখেছে, যার বৈধতা সাধারণত ৫০ থেকে ৯০ দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে। যারা প্রায় তিন মাসের জন্য একটি ব্যালান্সড রিচার্জ চান, তাঁদের জন্য এটি এক চমৎকার প্যাকেজ হতে পারে।

অতীতে অনেকেই অভিযোগ করেছেন, মাসে মাসে বারবার রিচার্জ করা ঝামেলার কাজ। সে কথা মাথায় রেখেই Airtel এই দীর্ঘমেয়াদী সুবিধার অফার এনেছে বলে মনে করা হচ্ছে।

কিছু সাধারণ প্রশ্নোত্তর (FAQ):

১. এই নতুন ৯২৯ প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে?
প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল, ১০০টি ফ্রি এসএমএস এবং অতিরিক্ত অ্যাপ সাবস্ক্রিপশন।

২. এই প্ল্যানের বৈধতা কতদিনের?
৯০ দিনের জন্য বৈধ থাকবে এই রিচার্জ।

৩. Apollo 24/7 Circle কি ধরনের পরিষেবা দেয়?
এটি একটি হেলথ-কেয়ার মেম্বারশিপ যা টেলিমেডিসিন, ডিসকাউন্টেড টেস্ট ও প্রেসক্রিপশন পরিষেবা দেয়।

৪. Airtel Xstream-এর মাধ্যমে কী ধরনের কনটেন্ট দেখা যায়?
সিনেমা, ওয়েব সিরিজ, লাইভ টিভি চ্যানেল সহ বহু কনটেন্ট এই অ্যাপে দেখা যায়।

৫. এই প্ল্যানটি কোথা থেকে রিচার্জ করা যাবে?
Airtel-এর অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে রিচার্জ করা যাবে।

About Author