দেশনিউজ

ফের শুরু হবে বিমান পরিষেবা, দশটি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তি করল ভারত

Advertisement
Advertisement

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যবর্তী দশায় আন্তর্জাতিক বিমান পরিবহণ পরিষেবা চালু করার লক্ষ্যে দশটি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তি স্বাক্ষরিত করল ভারত। সেই তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মলদ্বীপ, ফ্রান্স ,জার্মানি, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহি, আফগানিস্থান, কাতার এবং বাহরিন। করোনা পরিস্থিতি সামাল দিতেই চলতি বছরের তৃতীয় মাস থেকেই দেশ জুড়ে শুরু হয় কড়া লকডাউন।

Advertisement
Advertisement

দেশের মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে বন্ধ করা হয় পরিবহন ব্যবস্থা। ট্রেনের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা। যাত জেরে যথেষ্ট ক্ষতির সম্মুখীন নানান বিমান সংস্থা কিন্তু তবুও পরিস্থিতি সামাল দিতেই এই নিয়ম মানতেই হয়। কিন্তু একটু একটু করে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য শুরু হয়েছে আনলক প্রক্রিয়া।

Advertisement

এবার আনলক-৪ এ খুলেছে মেট্রো এবং স্কুল। তাই আস্তে আস্তে খুলছে বিমান পরিষেবা। বাণিজ্যিক উড়ান পরিবহণ ফের চালু করার উদ্দেশ্য নিয়ে একটি সাময়িক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে যাকে বলা হয় এয়ার বাবল চুক্তি। এয়ার বাবল বস্তুত এক পরিভাষা। দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার অর্থ দুটি দেশ সমান সুবিধা ভোগ করবে।

Advertisement
Advertisement

জানা গিয়েছে নির্দিষ্ট বিমানসংস্থার ওয়েবসাইট এবং ট্র্যাভেল এজেন্টদের মাধ্যমে বিমানের টিকিট কাটা যাবে। এই মুহূর্তে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষ। হিসেব মতোন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষ ৬২ হাজার ৬৬৩। যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ লক্ষ ৯৭ হাজার ৮৬৭ জন মানুষ। তবে আগের থেকে কমেছে মৃত্যুর হার। বর্তমানে দেশে করোনায় মৃত্যুর হার ১.৬ শতাংশ। তাই সুস্থতার কথা মাথায় রেখেই এবার শীঘ্রই শুরু হবে বিমান পরিষেবা।

 

Advertisement

Related Articles

Back to top button