দেশনিউজ

লকডাউনের পর রেল চলাচল নিয়ে সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক

×
Advertisement

করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে লকডাউন ঘোষণার আগেই ৩১ শে মার্চ পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলে রাশ টেনেছিল রেল মন্ত্রক। ২৪ মার্চ সরকার লকডাউন ঘোষণা করলে সেই মেয়াদ বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মন্ত্রক। লকডাউনের ১৪ দিন পেরিয়ে গেছে।

Advertisements
Advertisement

আর ১ সপ্তাহ পর উঠে যেতে পারে লকডাউন। তারপর কি তবে স্বাভাবিক হবে রেল পরিষেবা? হলেও ঠিক কোন কোন জোনে চলবে রেল? নাকি সারা দেশে স্বাভাবিক হবে যাত্রীবাহী ট্রেন চলাচল? সেক্ষেত্রে যাত্রীদের কী কী ব্যবস্থা নেওয়া হবে? স্বাস্থ্য পরীক্ষা করা হবে কী উপায়ে? এই সব প্রশ্নই আপাতত ঘুরপাক খাচ্ছে মানুষের মনে।

Advertisements

একটি সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল থেকে রেল পরিষেবা স্বাভাবিক করতে জোনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। লকডাউন ওঠার পর ধাপে ধাপে রেল পরিষেবা স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে ওই সূত্র। তবে সরকারি ভাবে রেলের তরফে এই ধরনের জল্পনাকে খারিজ করা হয়েছে।

Advertisements
Advertisement

রেল মন্ত্রক জানিয়েছে, রেল চলাচলের বিষয়ে সরকারি ভাবে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত নেওয়া হলে তা অবশ্যই রেলের কর্তাদের জানানো হবে। একটি ট্যুইটে রেল মন্ত্রক জানিয়েছে, রেলের চলাচল ও সময়সারণী নিয়ে সামাজিক মাধ্যমে যে বার্তা ঘুরে বেড়াচ্ছে তা সত্য নয়। ভারতীয় রেল এই ধরনের কোন সিদ্ধান্ত নেয়নি। সংবাদ সংস্থা পিটিআই-কে এক রেল কর্তা জানিয়েছেন, রেল চলাচল শুরু করতে হলে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আগে নিশ্চিত হতে হবে।

Related Articles

Back to top button