বলিউডবিনোদন
Trending

কোন বড় মাছ ধরার প্রচেষ্টায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো?

Advertisement
Advertisement

সুশান্ত মৃত্যু মামলার কেস এখন ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে। ভাই স্বীকার করে নিয়েছে নিজের দোষ, পাশাপাশি দিদির নামেও অভিযোগ এনেছে। এখন দিদির পালা। আমরা কথা বলছি রিয়া চক্রবর্তী প্রসঙ্গে। এনসিবি সূত্রে খবর, আজ (শনিবার) রিয়াকে বিকেল ৫টায় রিয়ার নামে সমন ইস্যু করা হবে।

Advertisement
Advertisement


Photo credit – PTI

Advertisement

রিয়ার নির্দেশে একাধিকবার ড্রাগ আনা হয়েছে, ঠিক এমনটাই জানিয়েছেন সৌভিক চক্রবর্তী। এই প্রসঙ্গে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র ডেপুটি ডিরেক্টর KPS মালহোত্রা জানান, “আমরা সৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করেছি। ওদের বিরুদ্ধে আমাদের হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে। মাদকচক্রে সৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডা যে জড়িত তার সপক্ষে আমাদের হাতে ডিজিটাল প্রমাণও রয়েছে। জায়েদ সহ মাদক চক্রের যে চেন রয়েছে তাঁদেরও গ্রেফতার করা হয়েছে। এমন নয় যে শুধু হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। আমাদের হাতে সবার বিরুদ্ধেই ডিজিটাল প্রমাণ রয়েছে। কোথা থেকে কীভাবে মাদক কেনাবেচা হত, এই ক্ষেত্রে কীভাবে আর্থিক বিনিয়োগ হত, এসবই এই মামলায় গুরুত্বপূর্ণ।”

Advertisement
Advertisement

“We have arrested Showik and Samuel Miranda only after having solid evidence against them. We have procured digital proof suggesting their involvement in the drugs conspiracy and that is why the arrest has been made.” KPS মালহোত্রা আরও জানান, “মাদক ও নিষিদ্ধ সংক্রান্ত যে কেউ তথ্য সহ আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এবং আমরা জাতির সেবা করব”। “Anybody with information regarding drugs and contrabands are free to approach us and we would serve the nation“.

যেহেতু, মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী, তাই (শনিবার) তাঁকে বিকেল ৫টায় রিয়ার নামে সমন ইস্যু করা হবে। কারণ, এনসিবি-র অভিযোগে নাম রয়েছে রিয়া চক্রবর্তীরও। সূত্রের খবর, এনসিবি সৌভিক ও স্যামুয়েলের মাধ্যমে বড় মাছ ধরার প্রচেষ্টায় আছে।

Advertisement

Related Articles

Back to top button