নিউজরাজ্য

লকডাউন উঠলেই মাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে : সূত্র

Advertisement
Advertisement

রাজ্য স্কুল শিক্ষা দফতরের সূত্র অনুযায়ী রাজ্যে লকডাউন ওঠার পরেই এই বছরের মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে। এই বছর উত্তরপত্র মূল্যায়নের সময়সীমা অন্যান্য বছরের তুলনাতে কমিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের জন্য এবং লকডাউন চলার জেরে সমস্ত কিছুই বন্ধ হয়ে যায়। প্রতি বছরই মে মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যায়। তাই এবছর লকডাউনের জেরে সমস্ত প্রক্রিয়া স্থগিত রয়েছে। তবে মাধ্যমিকের ফলাফল প্রকাশের সঠিক সময়সীমা নিয়ে কোনো মন্তব্য করেননি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

Advertisement
Advertisement

Advertisement

তবে সূত্রের খবর অনুযায়ী , লকডাউন উঠে গেলেই শিক্ষকদের বাড়ি গিয়ে উত্তরপত্র সংগ্রহ করা যেতে পারে বলে জানা গেছে। তাই শিক্ষকদের দুবার করে উত্তরপত্র মূল্যায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি  মূল্যায়নকারী শিক্ষকদের প্রত্যেক বিষয় পিছু নম্বর নির্দিষ্ট পত্রে নথিভুক্ত করার কথাও নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এরফলে পর্ষদের কাছে নম্বরগুলি এলেই দ্রুত ফল প্রকাশ করা যেতে পারে। তবে এই কাজে রাজ্য প্রশাসনের সাহায্য লাগবে বলে জানিয়েছে পর্ষদ।

Advertisement
Advertisement

পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেছেন যে তাঁদের তরফ থেকে বিভিন্ন বিশপ নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। লকডাউন উঠলেই সেই বিষয়গুলি কার্যকর করার দিকে এগোনো যাবে। সূত্রের খবর মারফত জানা গেছে মাধ্যমিকের উত্তরপত্রের ১৭ শতাংশের মতো জমা পড়েছে প্রধান পরীক্ষকের কাছে। এরসাথে উত্তরপত্র পিছু নম্বর ও জমা পড়েছে বলে জানা গেছে।

Advertisement

Related Articles

Back to top button