Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ জিতল আফগানিস্থান

তড়িৎ ঘোষ : লখনৌ এর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২৯ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল আফগানিস্থান। প্রথম ম্যাচে ৩০ রানে…

Avatar

তড়িৎ ঘোষ : লখনৌ এর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২৯ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল আফগানিস্থান। প্রথম ম্যাচে ৩০ রানে জেতে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে দারুণভাবে প্রত্যাবর্তন কারে আফগানিস্তান। ৪১ রানে জিতে সিরিজে সমতা ফেরায় আফগানিস্তান।

আজ সিরিজ নির্ণায়ক ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তানের ক্যাপ্টেন রাশিদ খান। নির্দিষ্ট কুড়ি ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে আফগানিস্তান। রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট ব্যবধানে উইকেট হারাতে থাকে। উইকেটরক্ষক শাই হোপ(৫২) ছাড়া আর কোনো ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। কুড়ি ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তান ২৯ রানে ম্যাচ জেতার পাশাপাশি প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতলো।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আফগানিস্তানের ১৭ বছর বয়সী রহমনুল্লা গুরবাজ ৫২ বলে ৭৯ রানের একটি মারকাটারি ইনিংস খেলেন ৬টি চার ও ৫টি ছয়ের সাহায্যে। সেই জন্যই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন গুরবাজ। সিরিজ সেরার পুরস্কার উঠে করিম জানাত এর হাতে।

About Author