বর্তমানে সবকিছুতেই ডিজিটালাইজেশন হয়ে গিয়েছে। প্রযুক্তির উপরেই এখন নির্ভরশীল অধিকাংশ মানুষ। আর্থিক লেনদেনও অনেক দিন আগেই হয়ে উঠেছে ইউপিআই (UPI) নির্ভর। যুগ আধুনিক হওয়ার সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবনে নগদ টাকার লেনদেন কমছে। যাতায়াতের সময় পরিবহন ব্যবস্থায়, কেনাকাটার সময়, বিভিন্ন বিল পেমেন্টের সময় ক্যাশলেস ট্রানজাকশনকেই এখন গুরুত্ব দেওয়া হয়ে থাকে। গুগল পে, ফোনপে, পেটিএম এর অ্যাপগুলি এখন বাজার কাঁপাচ্ছে। ক্যাশলেস ট্রানজাকশনের উপরেই জোর দেওয়া হচ্ছে বেশি। ইউপিআই এর এই চাহিদা দেখে এবার নতুন অ্যাপ আনছে আদানি গ্রুপও। গ্রুপ ই কমার্স এবং ফিনান্স সেক্টরে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা রয়েছে আদানি গ্রুপের।
বর্তমান বাজারে একাধিক ইউপিআই অ্যাপ রাজত্ব চালাচ্ছে। এইসব আ্যাপগুলিকেই এবার টেক্কা দিতে আসছে আদানি গ্রুপের নয়া ইউপিআই অ্যাপ। সূত্রের খবর, ইতিমধ্যেই ইউপিআই এর লাইসেন্সের জন্য আবেদনের পরিকল্পনা করছে আদানি গ্রুপ। পাশাপাশি কো ব্র্যান্ডেড আদানি ক্রেডিট কার্ডের জন্যও নাকি বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি আদানি গ্রুপের তরফে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowজানা যাচ্ছে, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স এর মাধ্যমে অনলাইন শপিং অফার করার ক্ষেত্রে আদানি গ্রুপে আলোচনা চলছে। উল্লেখ্য, গ্রাহক অ্যাপ আদানি ওয়ান অ্যাপটি ২০২২ সালের শেষ দিকে লঞ্চ করা হয়েছিল। ট্রেন, ফ্লাইট, হোটেল বুকিংয়ের মতো কাজ সম্পন্ন করা যায় এই অ্যাপের মাধ্যমে। ইউপিআই সংক্রান্ত পরিকল্পনা সফল হলে এই অ্যাপের মাধ্যমেই পরিষেবা পাবেন গ্রাহকরা।
তবে বর্তমানে বাজারের অধিকাংশ রয়েছে গুগল পে, পেটিএম এর মতো অ্যাপগুলির দখলে। শুধু তাই নয়, পেটিএম এবং টাটার মতো সংস্থাগুলি মুদি এবং ফ্যাশনের ক্ষেত্রে শিপিং এর সুবিধা দিয়ে থাকে ONDC এর মাধ্যমে। তাই আদানির ক্ষেত্রে যে গ্রাহক আকর্ষণ করা খুব সহজ হবে না তা স্পষ্ট।